Nobel Prize in Literature 2021- সাহিত্যে নোবেল পুরস্কার পেলেন ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ
ঔপনিবেশিকতার প্রভাব এবং উদ্বাস্তুদের সংস্কৃতি এবং জীবন নিয়ে তাঁর আপোষহীন ও সহানুভূতিশীল লেখনির জন্য সাহিত্যে নোবেল পুরস্কার (Nobel Prize in Literature 2021) পেলেন ঔপন্যাসিক আবদুলরাজাক গুরনাহ (Abdulrazak Gurnah)।
সংস্কৃতি ও মহাদেশগুলিতে শরণার্থীদের ভাগ্য নিয়েও লিখেছেন তিনি। ১৯৪৮ সালে তানজানিয়ার জানজিবারে জন্ম গুরনাহর। ১৯৬০ সালের শেষ দিকে শরণার্থী হিসেবে আমেরিকায় চলে আসেন। পড়াশোনা শেষ করে ইউনিভার্সিটি অব কেন্টের সাহিত্যের অধ্যাপক হিসেবে পড়ানো শুরু করেন।
প্রসঙ্গত ৪ অক্টোবর চিকিৎসাবিজ্ঞানে বিজয়ীদের নাম ঘোষণার মাধ্যমে চলতি বছর নোবেল পুরস্কার দেওয়া শুরু করেছে নোবেল কমিটি। ১১ অক্টোবর পর্যন্ত বিভিন্ন ক্ষেত্রে নোবেল পুরস্কার ঘোষণা করা হবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊