Mamata Banerjee- বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়
উপনির্বাচনে ভবানীপুর কেন্দ্র থেকে রেকর্ড ভোট জয়ী হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)৷
৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী হয়েছেন তৃণমূলনেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ২০২১-এর বিধানসভা ভোটে ভবানীপুরের তৃণমূল প্রার্থী শোভনদেব চট্টোপাধ্যায়ের দ্বিগুণ ব্যবধানে জয়। ২০১১-র উপনির্বাচনের জয়ের ব্যবধানকেও ছাপিয়ে গেলেন মমতা। ২০১১-র উপনির্বাচনে তাঁর জয়ের ব্যবধান ছিল ৫৪ হাজার ২১৩।
২০১১-র বিধানসভা নির্বাচনে কোনও আসনে প্রার্থী হননি মমতা বন্দ্যোপাধ্যায়। বাম শাসনের অবসান ঘটিয়ে তৃণমূল ক্ষমতায় আসার পর তিনি মুখ্যমন্ত্রী হয়ে ভবানীপুর আসনে উপনির্বাচনে জয়ী হয়েছিলেন। ২০১৬-র বিধানসভা নির্বাচনে এই আসন থেকেই জয়ী হয়েছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। তবে একুশে লড়েছেন নন্দীগ্রামে। হেরে যাওয়ায় ফের ভবানীপুরে উপনির্বাচনে লড়েন । ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী হন মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮,৮৩২ ভোটে জেতেন তিনি।
ভবানীপুর (Bhabanipur) থেকে ভোটে জয়ী হয়ে বৃহস্পতিবার বিধায়ক পদে শপথ নিলেন মমতা বন্দ্যোপাধ্যায়৷ তাঁকে শপথবাক্য পাঠ করান রাজ্যপাল জগদীপ ধনখড় (Jagdeep Dhankhar)৷
মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশাপাশি জঙ্গিপুর এবং সামসেরগঞ্জের বিধায়ক আমিরুল ইসলাম এবং জাকির হোসেনও আজ শপথগ্রহণ করেন বিধায়ক হিসেবে৷
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊