কোভিড বিধি মেনে সর্ব্বমঙ্গলা মন্দিরে নব কুমারী পূজা







সঞ্জিত কুড়ি পূর্ব বর্ধমান সদর। :- কোভিড বিধি মেনে বর্ধমানের সর্ব্বমঙ্গলা মন্দিরে অনুষ্ঠিত হলো নব কুমারী পূজা।



শাস্ত্র ও পৌরাণিক কাহিনি অনুসারে কোলাসুরকে বধ করার মধ্যে দিয়ে কুমারী পুজোর প্রচলন শুরু হয়।শাস্ত্রে উল্লেখিত কোলাসুর একসময় স্বর্গ ও মর্ত্য অধিকার করায়, বিপন্ন দেবকুল মহাকালীর শরণাপন্ন হয়। দেবতাদের কাতর আবেদনে সাড়া দিয়ে দেবী পুনর্জন্মে কুমারীরূপে কোলাসুরকে বধ করেন। তারপর থেকেই মর্ত্যে শুরু হয় কুমারী পুজো। এক্ষেত্রে দেবীজ্ঞানে যে কোনও কুমারীকেই পুজো করা যায়।তবে বয়স অনুসারে কুমারীদের নাম রাখা।




অনেক জায়গায়তে মহা অষ্টমীরদিন কুমারী পূজা পালিত হলেও বর্ধমানের অধিষ্ঠাত্রী দেবী মা সর্ব্বমঙ্গলা মন্দিরে মহা নবমীর কুমারী পুজো অনুষ্ঠিত হয়।সর্ব্বমঙ্গলা মন্দিরে কুমারী পূজা দেখতে ভক্তদের ভিরছিলো চোখে পরার মতো।




বর্ধমান সর্বমঙ্গলা মন্দিরের ট্রাস্ট বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বলেন সর্ব্বমঙ্গলা মন্দিরের ঐতিহ্য হলো এই কুমারী পুজো। এখানা নানা বয়সের নটি কুমারীর পূজো হয়।নবরাত্রি পূজো সেই কারণেই নবমীর দিনে নটি কুমারীকে পূজো করা হয়।২০২০ সালে কভিড পরিস্থিতি আরো খারাপ থাকায় নটি কুমারী পূজা একটি কুমারীকে দিয়েই করা হয়েছিলো।এবছর পরিস্থিতি একটু ভালো থাকায় নটি কুমারীদের নিয়ে কুমারী পূজা পালিত করা হলো।