সম্প্রীতি রক্ষায় 'সম্প্রীতি স্টল' জামায়াতে ইসলামী হিন্দের

সম্প্রীতি রক্ষায় 'সম্প্রীতি স্টল' জামায়াতে ইসলামী হিন্দের 





জামায়াতে ইসলামী হিন্দ পশ্চিমবঙ্গ শাখার পক্ষ থেকে রাজ্যের 23 জেলায় বসেছে সম্প্রীতি স্টল। এই স্টলে থাকছে সেগুলো হল কিছু সম্প্রীতি মুলক বই যেমন -শান্তি পথ, আদর্শ মানব,পবিত্র কোরান বাংলা,ইত্যাদি। এবং ফ্রী হ্যান্ড সেনিটাইজার, মাস্ক, মেডিকেড ও পানিয় জল।



কথা বলে জানা যায় এর উদ্দেশ্য হচ্ছে যাতে আমরা একে অপরের ধর্মকে জানতে পারি এবং আমাদের মধ্যে যে মিসআন্ডাস্টানিং গুলো আছে সেগুলো দূর করে আমরা একটা ভাত্তীত্ব মুলক সমাজ গড়ে তুলতে পারি। সারা রাজ্যের সাথে সাথে কোচবিহার জেলার দিনহাটা ব্লকের ওকড়াবাড়িতে এই স্টলের আয়োজন করা হয়েছে। 




এখানে উপস্থিত ছিলেন আপ্তাবউদ্দিন সাহেব,ডাঃ-সেকেন্দার আলী, ছাত্তার মিয়া, ইউনুস আলি পাটোয়ারী, রহিম বাদসা এবং বিশিষ্ট সমাজসেবক শিক্ষক শামিম আখতার প্রমূখ ব্যক্তি। ওকড়াবাড়ী বাজারের এই স্টলে হাজির হন বহু মানুষ সংগ্রহ করেন বই।

জামায়াতে ইসলামি হিন্দের তরফে সম্প্রীতি রক্ষায় সম্প্রীতি স্টল

Posted by Sangbad Ekalavya on Friday, October 15, 2021

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ