পূজার মাসেও পাবেন Mid-Day Meal, জারি নির্দেশিকা, দেখেনিন সময় সূচী
পশ্চিম মেদিনীপুর থেকে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে পঞ্চম থেকে অষ্টম শ্রেণিরছাত্রছাত্রীদের দু’কিলো আলুর সঙ্গে চাল দু’কেজি, চিনি ও ডাল ২৫০ গ্রাম করে এবং একটি করে সাবান দেওয়া হবে । আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট আপডেট পেতে- ক্লিক করুন
এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ক্রমানুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের মিড-ডে মিল বিতরণ করা হবে।
কোচবিহার জেলাতেও অনুরূপ নির্দেশিকা জারি হয়েছে, ২৭ অক্টোবর থেকে এই জেলাতেও প্রতিটি বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়া হবে।
তবে জানা গিয়েছে এখনো সব জেলায় মিড-ডে মিল বিতরণের নির্দেশিকা আসেনি। তবে এই মাসেই শেষ সপ্তাহের মধ্যেই রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে এই মাসের মিড-ডে মিল বিতরণ করা হবে বলে জানা গিয়েছে। আরও পড়ুনঃ Free তে কোথায় কোথায় কীভাবে পাবেন জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা-জেনে নিন
7 মন্তব্যসমূহ
Nice
উত্তরমুছুনখুব ভালো সিদ্ধান্ত
উত্তরমুছুনভালো সিদ্ধান্ত
উত্তরমুছুনভালো খবর ।।
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনGood news
উত্তরমুছুনSathe sathe school tao chalu hok
উত্তরমুছুনThank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊