পূজার মাসেও পাবেন Mid-Day Meal, জারি নির্দেশিকা, দেখেনিন সময় সূচী

পূজার মাসেও পাবেন Mid-Day Meal,  জারি নির্দেশিকা, দেখেনিন সময় সূচী 

mid day meal teachers

পূজার মাসেও রাজ্যের ছাত্রছাত্রীরা পাবে মিড-ডে মিল (mid day meal)। গত ৫ অক্টোবর পশ্চিম মেদিনীপুর ডিয়া আই অফিস থেকে একটি নির্দেশিকা প্রতিটি বিদ্যালয়ে পৌঁছে দেওয়া হয়েছে। আবার বেশ কিছু বিদ্যালয়ে ইতিমধ্যে মিড-ডে মিল বিতরণও করা হয়েছে বলে খবর।  




পশ্চিম মেদিনীপুর থেকে যে নির্দেশিকা প্রকাশিত হয়েছে সেখানে বলা হয়েছে  পঞ্চম থেকে অষ্টম শ্রেণিরছাত্রছাত্রীদের  দু’কিলো আলুর সঙ্গে চাল দু’কেজি, চিনি ও ডাল ২৫০ গ্রাম করে এবং একটি করে সাবান দেওয়া হবে ।  আমাদের টেলিগ্রাম চ্যানেলটি এখনি সাবস্ক্রাইব করুন লেটেস্ট আপডেট পেতে- ক্লিক করুন 

এই নির্দেশিকায় আরও জানানো হয়েছে ২৭ অক্টোবর থেকে ৩০ অক্টোবর পর্যন্ত ক্রমানুসারে পঞ্চম থেকে অষ্টম শ্রেণির ছাত্রছাত্রীদের মিড-ডে মিল বিতরণ করা হবে। 

কোচবিহার জেলাতেও অনুরূপ নির্দেশিকা জারি হয়েছে, ২৭ অক্টোবর থেকে এই জেলাতেও প্রতিটি বিদ্যালয়ে মিড-ডে মিল দেওয়া হবে। 

তবে জানা গিয়েছে এখনো সব জেলায় মিড-ডে মিল বিতরণের নির্দেশিকা আসেনি। তবে এই মাসেই শেষ সপ্তাহের মধ্যেই রাজ্যের প্রতিটি বিদ্যালয়ে এই মাসের মিড-ডে মিল বিতরণ করা হবে বলে  জানা গিয়েছে।  আরও পড়ুনঃ Free তে কোথায় কোথায় কীভাবে পাবেন জীবনবিমা বা স্বাস্থ্যবিমার সুবিধা-জেনে নিন 





একটি মন্তব্য পোস্ট করুন

7 মন্তব্যসমূহ

thanks