Latest News

6/recent/ticker-posts

Ad Code

Bangla Khobor । Bengali News । By Poll: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়

By Poll: উপনির্বাচনের প্রার্থী ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়


মমতা বন্দ্যোপাধ্যায়



ভবানীপুরে বিপুল ভোটে জয় লাভ করার পর বকেয়া উপনির্বাচনের প্রার্থীদের নাম ঘোষণা করলেন মমতা বন্দ্যোপাধ্যায়। গত সপ্তাহে রাজ্যের বাকি বিধানসভা কেন্দ্রগুলিতেও উপ নির্বাচনের দিন ঘোষণা করে নির্বাচন কমিশন। পুজোর পর, রাজ্যের ৪ আসনে হতে চলেছে উপনির্বাচন।


৩০ অক্টোবর দিনহাটা, শান্তিপুর, খড়দা ও গোসাবায় হবে ভোট। ২ নভেম্বর ভোট গণনা। তার আগে প্রার্থীদের নাম ঘোষণা করলেন তৃনমূল নেত্রী। তিনি জানান, শান্তিপুরে তৃণমূলের হয়ে লড়বেন ব্রজকিশোর গোস্বামী। উদয়ন গুহ লড়বেন দিনহাটা থেকে। খড়দা থেকে লড়বেন শোভনদেব চট্টোপাধ্যায়। অন্যদিকে গোসাবার প্রার্থীর নাম পরে জানাবেন বলেই জানান তিনি। 


পাশাপাশি এদিন বিপুল ভোটে ভবানীপুরে জয়ের জন্য ভবানীপুরের মানুষকে ধন্যবাদ জানান তিনি। উল্লেখ্য, ভবানীপুরে রেকর্ড ভোটে জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়। ৫৮ হাজারেরও বেশি ভোটে জয়ী তৃণমূলনেত্রী। ৫৮,৮৩২ ভোটে জিতলেন মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরে প্রাপ্ত ভোটের নিরিখে দ্বিতীয় হয়েছেন বিজেপির প্রিয়ঙ্কা টিবরেওয়াল। তৃতীয় সিপিএমের শ্রীজীব বিশ্বাস।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code