বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের, চিঠি মুখ্যসচিবকে


বিজয় মিছিল



ভোটের ফল প্রকাশের পর বিজয় মিছিলে নিষেধাজ্ঞা নির্বাচন কমিশনের। করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে রাজ্যের মুখ্যসচিবকে চিঠি লিখে একথা জানিয়েছে নির্বাচন কমিশন। 


মুখ্যসচিবকে চিঠি লিখে নির্বাচন কমিশন জানায়, ‘ভোটের ফল প্রকাশের পর হিংসাত্মক ঘটনা যাতে না ঘটে, রাজ্য প্রশাসনকে তা নিশ্চিত করতে হবে।’ পাশাপাশি এও জানানো হয়, ‘অতিমারী পরিস্থিতির কথা মাথায় রেখে ভোটের ফল প্রকাশের পর কোনওরকম বিজয় উৎসব পালন করা যাবে না।’


ভবানীপুর কেন্দ্রে সকাল থেকেই এগিয়ে ছিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর এগিয়ে থাকার খবরেই রাজ্যের বিভিন্ন প্রান্তে শুরু হয়ে যায় আবির খেলা। দলনেত্রীর জয়ের আশায় কালীঘাটে উৎসবে মাতলেন তৃণমূল কর্মীরা। উড়ে সবুজ আবীর। 


অবশেষে ২১ রাউন্ড গণনার পর ৫৮,৮৩২ ভোটে জয় লাভ করেন তৃনমূল নেত্রী। মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বিপুল জয় উচ্ছ্বসিত তৃনমূল কর্মী সমর্থকরা।