Latest News

6/recent/ticker-posts

Ad Code

JOB ALERT: স্নাতক যোগ‍্যতায় একাধিক শূন‍্যপদে নিয়োগ

JOB ALERT: স্নাতক যোগ‍্যতায় একাধিক শূন‍্যপদে নিয়োগ 

JOB ALERT




ইনস্টিটিউট অফ ব্যাংকিং পার্সোনাল সিলেকশন (আইবিপিএস) বুধবার অফিসিয়াল ওয়েবসাইটে একটি নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করেছে যার অধীনে ৭ই অক্টোবর থেকে আইবিপিএস ক্লার্ক নিয়োগ করা হবে। যোগ্য ও আগ্রহী প্রার্থীরা IBPS -র অফিশিয়াল ওয়েবসাইট ibps.in -এ বিস্তারিত জানতে পারবেন এবং আবেদন করতে পারবেন।

আবেদন গ্রহণ শুরুর তারিখ - ৭ই অক্টোবর ২০২১

আবেদন গ্রহণ শেষের তারিখ - ২৭ই অক্টোবর, ২০২১

প্রিলিমিনারি পরীক্ষার অ্যাডমিট কার্ড ডাউনলোড - নভেম্বর / ডিসেম্বর ২০২১

প্রিলিমিনারি পরীক্ষার তারিখ - ডিসেম্বর ২০২১

প্রিলিমিনারি পরীক্ষার ফল প্রকাশ - ডিসেম্বর ২০২১/ জানুয়ারী ২০২২

মেনস পরীক্ষা - - জানুয়ারী/ ফেব্রুয়ারী ২০২২

প্রভিশসনাল অ্যালোটমেন্ট - এপ্রিল ২০২২


ইংরেজি ভাষার পরীক্ষা ছাড়া প্রিলিমিনারি ও মেনসের অন্য সব পরীক্ষা হিন্দি ও ইংরেজি ছাড়াও ১৩টি আঞ্চলিক ভাষায় হবে বলেও জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে।

এর আগে ১লা অগাস্ট ২০২১ থেকে আইবিপিএস ক্লার্ক নিয়োগ হওয়ার কথা ছিল। মন্ত্রণালয় সরকারের মালিকানাধীন নিয়োগ সংস্থা, ব্যাংকিং পার্সোনাল সিলেকশন ইনস্টিটিউটকে বিভিন্ন কারণে নিয়োগ প্রক্রিয়া বন্ধ করার নির্দেশ দিয়েছিল, এর মধ্যে একটি ছিল সেই ভাষার সংখ্যা যার অধীনে পরীক্ষা অনুষ্ঠিত হবে। পরবর্তীতে মন্ত্রণালয়ও স্থানীয় এবং আঞ্চলিক ভাষায় পরীক্ষা পরিচালনার দাবির দেখাশোনা করার জন্য কমিটির উল্লেখ করে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code