IPL 2021: KKR বোলারদের দাপটে ছক্কাহীন ইনিংস, ১৩৮-এ আটকে গেল RCB
বোলারদের দাপটে ব্যাঙ্গালোরকে ১৩৮-এ আটকে দিল কলকাতা নাইট রাইডার্স। এলিমিনেটরে মুখোমুখি কলকাতা নাইট রাইডার্স ও রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর। যে ম্যাচে হার মানে টুর্নামেন্ট থেকে ছিটকে যাওয়া। আর জিতলে ফাইনালের দৌড়ে থাকা। সেক্ষেত্রে কোয়ালিফায়ার টু-তে দিল্লি ক্যাপিটালসের মুখোমুখি হতে হবে বিজয়ী দলকে। আর সেই ম্যাচেই বোলারদের আধিপত্যে ১৩৮-এ আটকে গেল আরসিবি।
টসে জিতে প্রথম ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় কোহলির আরসিবি। এদিন শাকিব অল হাসানকে দিয়েই বোলিং শুরু করেন মর্গ্যান। প্রথম ওভারে ৭ রান দেন তিনি। প্রথম পাঁচ ওভারে ৪৯ রান তোলে আরসিবি। ১৮ বলে ২১ রান করে আউট হন দেবদত্ত পড়িক্কল। ৯.৪ ওভারে ৬৯ রানে দ্বিতীয় উইকেট হারায় আরসিবি। ইনিংসের ৮৮ রানের মাথায় নারাইনের বলে ৩৩ বলে ৩৯ রান করে বোল্ড হন বিরাট কোহলি। ইনিংসের ১০২ রানে ৯ রানে ডিভিলিয়ার্সকেও ফেরান নারাইন। ১১২ রানের মাথায় ১৮ বলে ১৫ করে প্যাভিলিয়নে ফেরেন ম্যাক্সওয়েল। ফার্গুসনের বলে ১৪ বলে ১৩ রান করে ফিরলেন শাহবাজ আমেদ। আরসিবি ১২৬/৬। অবশেষে ৭ উইকেট হারিয়ে ১৩৮-এ আটকে যায় আরসিবি।
কেকেআর বোলার দের মধ্যে দুর্দান্ত পারফরমেন্স তুলে ধরেন সুনীল নারাইন। তিনি ৪ ওভারে ২১ রান খরচ করে ৪ উইকেট সংগ্রহ করেন নারাইন। এছাড়াও, লকি ফার্গুসন ৪ ওভারে ৩০ রান দিয়ে ২টি উইকেট তুলে নেন। আর কোনো খেলোয়াড় উইকেট নিতে পারেননি।
কলকাতার সামনে ১৩৯ রানে টার্গেট। এই ম্যাচ যে দল জিতবে তাঁকে দ্বিতীয় কোয়ালিফিয়রে দিল্লীকে হারিয়ে ফাইনালে যাওয়ার সুযোগ।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊