Pink Ball Test-এ প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে অনন‍্য রেকর্ড গড়ল Smriti Mandhana

Pink Ball Test-এ প্রথম ভারতীয় মহিলা ক্রিকেটার হিসেবে অনন‍্য রেকর্ড গড়ল Smriti Mandhana

Smriti Mandhana



ইতিহাস গড়ল ভারতীয় মহিলা জাতীয় দলের ওপেনার স্মৃতি মান্ধনা। পিঙ্ক বল টেস্টে প্রথম ভারতীয় মহিলা খেলোয়াড় যিনি সেঞ্চুরি করলেন। পাশাপাশি স্মৃতি দেশের প্রথম মেয়ে হয়ে অস্ট্রেলিয়ার মাটিতে টেস্ট শতরানের স্বাদ পেলেন।




অস্ট্রেলিয়ার বিরুদ্ধে পিঙ্ক বল টেস্টে ২০টি চার ও একটি ছক্কায় সাজানো স্মৃতির দুর্দান্ত ইনিংস। কুইন্সল্যান্ডে চলতি টেস্টের দ্বিতীয় দিনের খেলায় ৫২তম ওভারে এই মাইলফলক স্মৃতির।




স্মৃতির ঐতিহাসিক এই ইনিংস থামে ১২৭ রানে। ২১৬ বল খেলেন স্মৃতি। ২২টি চার ও একটি ছয় আসে তাঁর ব্যাট থেকে। গার্ডনারে বলে ম্য়াকগ্রার হাতে ক্যাচ তুলে আউট হয়ে যান স্মৃতি।




ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে বললেন স্মৃতি জানান যে, তিন অঙ্কের রান নিয়ে ভাবেননি। শুধু মনের আনন্দে ব্যাট করে গিয়েছেন। যেমন বল পেয়েছেন তেমন ভাবে খেলার চেষ্টা করেছেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ