গান্ধী জয়ন্তীতে রাজ্যকে খোঁচা রাজ্যপালের 

রাজ্যপাল



জাতির জনক মহাত্মা গান্ধীর ১৫২ তম জন্মবার্ষিকীতে একদিকে শ্রদ্ধা জানিয়ে অন্যদিকে রাজ্যকে খোঁচা দিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। গণতান্ত্রিক অধিকার রক্ষার কথা তুলে টুইট করলেন তিনি।

টুইটের শুরুতেই গান্ধীজিকে শ্রদ্ধা জানিয়েছেন রাজ্যপাল। অহিংস আন্দোলনের কথা তুলে ধরেন আর শেষ লাইনে রাজ্য সরকারের সঙ্গে সংঘাতের কথাই সামনে নিয়ে এসেছেন। টুইটটি মমতা বন্দ্যোপাধ্যায়কে ট্যাগ করেছেন তিনি।

তিনি লিখেছেন, 'গণতন্ত্র রক্ষায় হিংসা বন্ধ হওয়া জরুরি।' যা স্পষ্ট বার্তা দেয় যে রাজ্য-রাজ্যপাল সম্পর্কে তেমন কোনো উন্নতি ঘটেনি।

ভোট পরবর্তী হিংসা নিয়ে বারবার সরব হতে দেখা গিয়েছিল রাজ্যপালকে। এমনকী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপথের পরই তাঁকে আক্রমণাত্মক টুইট করেছিলেন রাজ্যপাল। এর আগে গান্ধীজির মৃত্যু দিবসেও পুলিশের ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন তিনি।

রাজভবন–নবান্ন সংঘাত অব্যাহত আজ ফের তা স্পষ্ট।