Aadhar Card: এখন কেবল আধার কার্ড দিয়ে পেয়ে যান ঋন

Loan using Aadhar Card




আধার কার্ড এখন শুধু পরিচয় পত্রের প্রমাণ নয় আধার কার্ড দিয়ে আপনি ব‍্যাঙ্ক থেকে লোণ তুলতে পারবেন নিমেষেই। আধার কার্ড দিয়ে ব‍্যক্তিগত লোণ পেতে পারেন আপনি। তবে আধার কার্ডে কোনোরকম ভুল থাকা চলবে না ভুল থাকলে লোণ পাবেন না আপনি।

আধার কার্ডের মাধ‍্যমে ঋন নিতে হলে ঋন আবেদনকারীর বয়স ২৩ থেকে ৬০ বছরের মধ‍্যে হতে হবে। ৬০-র ঊর্ধ্বে হলে আবেদন গ্রাহ‍্য হবে না।

এই ঋন নিতে কোনোরকম আমানত বা সিকিউরিটি রাখতে হবে না । কেবল আধার কার্ড থাকলেই নেওয়া যাবে ঋণ। তবে সেই ক্ষেত্রে কার্ডে তথ্য হতে হবে নির্ভুল। তাই ঋণের আবেদনের আগে কার্ডের সবকিছু খতিয়ে দেখে নিতে হবে আপনাকে।

কেওয়াইসি-র জন‍্য উল্লেখযোগ‍্য নথি আধার কার্ড ও প‍্যান কার্ড। আপনি আধার কার্ডকে নথি হিসেবে ব‍্যবহার করে যেকোনো ব‍্যাঙ্ক থেকেই পার্সোনাল লোন তুলতে পারেন।

আবেদন করতে-

প্রথমে যে ব্যাঙ্ক থেকে আপনি ঋণ নিতে চান, তার অফিশিয়াল ওয়েবসাইট বা অ্যাপে গিয়ে লগ ইন করতে হবে।

হোম পেজে আপনাকে ব্যক্তিগত লোন বা পার্সোনাল লোন সেকশনে ক্লিক করতে হবে।

আপনার ব্যক্তিগত ঋণ নেওয়ার যোগ্যতা আছে কিনা তা যাচাই করে নিতে হবে ব‍্যাঙ্কের ওয়েবসাইটেই।

একবার আপনার ঋণ নেওয়ার যোগ্যতা নিশ্চিত হলেই 'অ্যাপ্লাই' ট্যাবে ক্লিক করুন।

এরপর ব্যক্তিগত তথ্য, আপনার কাজ বা চাকরির বিষয়ে তথ‍্য দিতে হবে কর্তৃপক্ষকে। আপনি চাকরি না করলে নিজের পেশার বিষয়ে জানাতে হবে ব্যাঙ্ককে।

এই তথ্যগুলি জমা হয়ে গেলে ব্যাঙ্ক থেকে আপনার কাছে জমা দেওয়া বিবরণ যাচাইয়ের জন্য ফোন আসবে।

আপনাকে নিজের আধার কার্ডের কপি আপলোড করতে বলবে ব্যাঙ্ক কর্তৃপক্ষ।

যত তাড়াতাড়ি আপনার আধার কার্ডের যাচাই পর্ব সম্পন্ন হবে তত দ্রুত আপনার অ্যাকাউন্টে ব্যক্তিগত ঋণের টাকা ঢুকে যাবে।