স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে  নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র 


School Reopen



স্কুলে পড়ুয়াদের নিরাপত্তা সুনিশ্চিত করতে  নতুন একগুচ্ছ নির্দেশিকা জারি করল কেন্দ্র। এই নির্দেশিকা অবশ‍্যই স্কুল গুলিকে মানতে হবে অন‍্যথায় জবাব তলব করতে পারে কেন্দ্র। আর তার ব‍্যতিক্রম হলে হতে পারে জরিমাণা আবার চলে যেতে পারে স্বীকৃতিও। 



নির্দেশিকায় বলা হয়েছে, "যখন একটি শিশু স্কুলে থাকে, তখন স্কুলের উপই বাচ্চাটির দায়িত্ব অর্পিত থাকে। স্কুলেরই নিয়ন্ত্রণ থাকে একটি শিশুর উপর। যদি স্কুল ইচ্ছাকৃতভাবে শিশুটিকে অবহেলা করে বা এমন কিছু ঘটায় যাতে শিশুটির মানসিক বা শারীরিক কষ্ট হয়, তাহলে তা কেন্দ্রের নির্দেশ লঙ্ঘন হিসাবে বিবেচিত হতে পারে । যা Juvenile Justice Act, 2015 ও লঙ্ঘন হিসেবে গ্রাহ্য হবে। ' 


স্কুলে স্কুলে ১লা অক্টোবর ২০২১-এ এই নির্দেশিকা পাঠিয়েছে কেন্দ্রীয় শিক্ষা ও সাক্ষরতা মন্ত্রক । স্কুলের প্রধান বা অধ‍্যক্ষ যার ওপর মূল দায়িত্ব রয়েছে তাঁকে সতর্ক হতে হবে। সবদিক নজর দিতে হবে। শিশুর নিরাপত্তার দায়িত্ব নিশ্চিত করাও তার কর্তব‍্য। স্কুল তার দায়িত্ব পালন করছে কিনা তা পর্যবেক্ষণে অভিভাবকরাও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।


শিশুদের নিরাপত্তা নিশ্চিত করতে নির্দেশিকায় বলা হয়েছে,


  • স্কুলে নিরাপদ পরিকাঠামো তৈরি করতে হবে
  • প্রয়োজনে শিশুদের  সময়মত চিকিৎসা সহায়তা দিতে হবে
  • কোনও বিষয়ে শিক্ষার্থীদের রিপোর্ট করা অভিযোগের উপর দ্রুত পদক্ষেপ করতে হবে
  • স্কুলে ছাত্র হেনস্তা প্রতিরোধ করতে হবে
  • শারীরিক শাস্তি বন্ধ  করতে হবে
  • পড়ুয়াদের সঙ্গে বৈষম্যমূলক আচরণ করা যাবে না
  • কোভিড বিধি মেনে চলতে হবে কঠোর ভাবে


নির্দেশিকায় ১১ টি  ক্ষেত্রকে চিহ্নিত করা হয়েছে।  এগুলি নিয়মভঙ্গ বলে বলে ধরা হতে পারে। ক্ষেত্রগুলি হল - 


  • স্কুলে নিরাপদ পরিকাঠামো না থাকা
  • নিরাপত্তা ব্যবস্থায় অবহেলা
  • ক্যাম্পাসে যে খাদ্য ও  জল পাওয়া যায় , তার মান খারাপ হওয়া 
  • শিক্ষার্থীদের চিকিৎসা সহায়তা প্রদানে বিলম্ব
  • একজন শিক্ষার্থীর অভিযোগের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণে অবহেলা
  • শারীরিক মানসিক হয়রানি

  •  পড়ুয়া হেনস্থা প্রতিরোধে অবহেলা
  • বৈষম্যমূলক ব্যবহার
  • শারীরিক শাস্তি দেওয়া