ফের লক্ষাধিক টাকার চোরাই কাঠ উদ্ধার করল বনদপ্তর আধিকারিকরা

forest department




জলপাইগুড়ি :- 


জলপাইগুড়ির মোরাঘাট রেঞ্জের অভিযানে প্রায় পাঁচ লক্ষাধিক টাকা মূল্যের চোরাই কাঠ উদ্ধার, বানারহাট ব্লকের চানাডিপা গ্রাম থেকে।



মোরাঘাট বনাঞ্চল লাগোয়া চানাডিপা গ্রামে মাঝেমধ্যেই বনদপ্তর অভিযান চালিয়ে উদ্ধার করে প্রচুর পরিমাণ চোরাই কাঠ, তবে ধরা পড়ে না একজন পাচারকারী। বনদপ্তরের অভিয়ানে উদ্ধার হল বিপুল পরিমান চোরাই কাঠ। বৃহস্পতিবার সকাল থেকে চানাডিপা গ্রামে অভিযান চালায় মোরাঘাট রেঞ্জের বনকর্মীরা সঙ্গে ছিল বানারহাট থানার পুলিশ ।



মোরাঘাট রেঞ্জের দায়িত্বপ্রাপ্ত এ সি এফ বিপাশা পাড়ুল বলেন, " এদিন চানাডিপা গ্রামে অভিয়ান চালিয়ে প্রচুর চোরাই কাঠ উদ্ধার করা হয়েছে। সেগুলি কাঠ নিলাম কেন্দ্রে রাখা হয়েছে। চোরাকারবারি দের খোজ চলছে। থমাস আগেও ওই গ্রামে অভিযান চালানো হয়েছিল উদ্ধার করা হয়েছিল প্রচুর চোরাই কাঠ। কয়েক জনের নামে বানারহাট থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। "