চলে গেলেন পাকিস্তানের 'পরমাণু বোমার জনক' আব্দুল কাদির খান
চির বিদায় নিলেন পাকিস্তানের 'পরমাণু বোমার জনক' আব্দুল কাদির খান। গত অগাস্টে করোনা আক্রান্ত হন তিনি। এরপর সেড়ে উঠলেও করোনা পরবর্তী জটিলতার জেরে দীর্ঘদিন যাবৎ অসুস্থ থাকার পর চলে গেলেন আব্দুল কাদির খান। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৫ বছর।
পাকিস্তানের পারমাণবিক শক্তির নেপথ্যে কাদির খানের অবদান বিরাট। অবিভক্ত ভারতের ভোপালে জন্মগ্রহন করেন কাদির খান। ভারত ভাগের সময় পাকিস্তানে চলে যান তিনি। আর সেখানেই ধীরে ধীরে উল্লেখ্যযোগ্য ব্যক্তি হয়ে ওঠেন। পাকিস্তানের প্রধানমন্ত্রী তাঁকে 'জাতীয় নায়ক' বললেও রয়েছে বিতর্ক। অতীতে পরমাণুবাদের ফর্মুলা পাচারের অভিযোগে বিদ্ধ হয়েছিলেন তিনি। সেজন্য গ্রেফতারও হন। যদিও পরে প্রেসিডেন্ট মুসারফের নির্দেশে অব্যহতি পান কিন্তু নজরবন্দি ছিলেন কয়েকবছর।
প্রবীণ বিজ্ঞানীর মৃত্যুতে শোকস্তব্ধ প্রধানমন্ত্রী ইমরান খান লেখেন, লেখেন, ”আবদুল কাদির খানের মৃত্যুর খবরে গভীরভাবে মর্মাহত। আমাদের পারমাণবিক শক্তিশালী হয়ে ওঠার পিছনে তাঁর তাৎপর্যপূর্ণ অবদানের জন্য সারা দেশ তাঁকে ভালবাসতো। পাকিস্তানের মানুষের কাছে তিনি একজন জাতীয় আইকন।”
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊