Latest News

6/recent/ticker-posts

Ad Code

School Reopen: স্কুল খোলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর

School Reopen: স্কুল খোলা নিয়ে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর



School Reopen





উত্তরবঙ্গ সফরে রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় আগামী ১৬ই নভেম্ব‍র থেকে স্কুল কলেজ খোলার ঘোষনা দেন। আর এই ঘোষনার পরেই স্কুল কলেজ খোলা নিয়ে জোরকদমে চলছে প্রস্তুতি। এর আগে স্কুল গুলির পরিকাঠামো ও উপযুক্ত পরিবেশ গঠনে অর্থ বরাদ্দ করেছিল রাজ‍্য সরকার। এবার স্কুল খোলার আগে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জারি করলো শিক্ষা দপ্তর।




স্কুল খুললেও শুধুমাত্র নবম থেকে দ্বাদশ শ্রেণির শিক্ষার্থীদের জন‍্য খুলছে স্কুল। করোনা বিধি নিষেধ মেনে ১৬ই নভেম্বর থেকে খুলছে স্কুল। দীর্ঘদিন বাদে স্কুল খোলায় একগুচ্ছ নির্দেশিকা জারি করলো শিক্ষাদপ্তর।




নির্দেশিকায় বলা হয়েছে:

সব জেলার নোডাল অফিসারদের নির্দেশ দেওয়া হয়েছৈ করোনা বিধি নিষেধ মেনে সুষ্ঠুভাবে কোভিড গাইডলাইন মেনে নিজ নিজ জেলায় স্কুল রিওপেন করতে বলা হয়েছে।




৩১শে অক্টোবরের মধ‍্যে বিদ‍্যালয়গুলি পরিষ্কার পরিচ্ছন্ন করার নির্দেশ দেওয়া হয়েছে।




শিক্ষক ও অশিক্ষক কর্মীদের ১লা নভেম্বর থেকে বিদ‍্যালয়ে ১০০ শতাংশ উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।




প্রয়োজনে স্টাফ স্পেশাল ট্রেনের পাস ইস‍্যু করতে পারবেন বিদ‍্যালয়ের প্রধান।




কঠোরভাবে কোভিড বিধি মেনে প্রয়োজনে খোলা যেতে পারে হোস্টেল। 



সাধারন করোনা বিধি মেনে চলার কথাও গাইডলাইনে বলা হয়েছে। 



যেকোনো রকমের সমস‍্যায় বা প্রয়োজনে রাজ‍্যের নোডাল অফিসারের সঙ্গে যোগাযোগের কথাও জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

2 মন্তব্যসমূহ

Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊

Ad Code