Latest News

6/recent/ticker-posts

Ad Code

College Reopen: কলেজ খোলার আগে জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা

College Reopen: কলেজ খোলার আগে জারি হল গুরুত্বপূর্ণ নির্দেশিকা


college girl




আগামী ১৬ই নভেম্বর থেকে খুলছে রাজ‍্যের স্কুল কলেজ। রাজ‍্যের মুখ‍্যমন্ত্রী মমতা বন্দোপাধ‍্যায় উত্তরবঙ্গ সফরে গিয়ে ১৬ই নভেম্বর থেকে স্কুল কলেজ খোলার ঘোষনা দেন। আর সেই ঘোষনার পরেই জোরকদমে চলছে স্কুল-কলেজ খোলার জন‍্য প্রয়োজনীয় কাজ। এর মধ‍্যেই কলেজ ও বিশ্ববিদ‍্যালয় খোলা নিয়ে নির্দেশিকা জারি করা হল। 


নির্দেশিকায় বলা হয়েছে: 

করোনা বিধি মেনে সকল কলেজ ও বিশ্ববিদ‍্যালয়গুলিকে নভেম্বরের প্রথম সপ্তাহের মধ‍্যে  ক‍্যাম্পাস পরিষ্কার পরিচ্ছন্ন ও স‍্যানিটাইজেশন করতে হবে। 


১লা নভেম্বর থেকেই শিক্ষক ও অশিক্ষক কর্মীদের প্রতিষ্ঠানে উপস্থিত থাকতে হবে। 

করোনা বিধি নিষেধ মেনে যেখানে প্রয়োজন সেখানে হোস্টেল খোলা যেতে পারে। 


শিক্ষক, অশিক্ষক ও শিক্ষার্থীদের প্রয়োজনে স্টাফ স্পেশাল ট্রেনের পাস ইস‍্যু করতে হবে প্রতিষ্ঠানের প্রধানকে।  



পাশাপাশি, এই বিজ্ঞপ্তির সাথে সকল করোনা বিধি মেনেই খুলতে হবে কলেজ-বিশ্ববিদ‍্যালয় এমনটাই জানানো হয়েছে। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code