অবশেষে বদলে গেল facebook এর নাম- সংস্থার নতুন নাম ঘোষণা করলেন Mark Zuckerberg, সংস্থার নতুন নাম হল Meta
বেশ কিছুদিন থেকেই চলছিলো জল্পনা, গতকাল ফেসবুক লাইভে এসে সেই জল্পনার অবসান ঘটালেন স্বয়ং মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নিজেই । বদলে গেল ফেসবুকের (Facebook) নাম। সংস্থার নতুন নাম হল 'মেটা' (Meta)। তার সঙ্গে সঙ্গেই বদলে গিয়েছে লোগোও।
সংস্থার নতুন নাম এবং প্রথম দিন থেকে আজ পর্যন্ত সংস্থার দীর্ঘ পথ চলার বিষয়ে ফেসবুকে দীর্ঘ পোস্ট করেছেন CEO মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg) নিজেই।
বৃহস্পতিবার কানেক্ট ২০২১ নামে এক ভিডিও কনফারেন্সে উপস্থিত হন ফেসবুকের (Facebook) চিফ এক্সিকিউটিভ অফিসার (CEO) তথা প্রতিষ্ঠাতা মার্ক জুকারবার্গ (Mark Zuckerberg)। সেখানেই সংস্থার নতুন নাম ঘোষণা করেন তিনি।
Announcing @Meta - the Facebook company's new name. Meta is helping to build the metaverse, a place where we'll play and connect in 3D. Welcome to the next chapter of social connection. pic.twitter.com/ywSJPLsCoD
- Facebook (@Facebook) October 28, 2021
বিশেষজ্ঞদের ধারণা, ফেসবুক (Facebook) মেটাভার্সের মাধ্যমে ভার্চুয়াল দুনিয়ায় বন্ধুদের সঙ্গে আড্ডা দেওয়া হবে অনেক বেশি উপভোগ্য হয়ে উঠবে। গেমিং বা আলোচনা থেকে অনলাইন কেনাকাটার অভিজ্ঞতা অন্য মাত্রায় পৌঁছবে।
বিশেষজ্ঞদের দাবি, মেটাভার্সই ইন্টারনেটের ভবিষ্যত্। মেটাভার্সের যুগে ইন্টারনেটের ভার্চুয়াল জগত ক্রমেই বাস্তব হয়ে উঠবে। বর্তমানে বিশ্বে ২.৯ বিলিয়ন মাসিক গ্রাহক রয়েছে ফেসবুকের। তবে নাম বদলের পরে ফেসবুকের বিশেষ কোনও পরিবর্তন হবে কিনা তা এখনও স্পষ্টভাবে জানানো হয়নি।
প্রসঙ্গত, ২০০৪ সালের ৪ ফেব্রুয়ারি পথচলা শুরু করেছিল ফেসবুক। তারপর থেকে একে একে ইনস্টাগ্রাম, মেসেঞ্জার, অকুলাস, হোয়াটসঅ্যাপ সবই এই মুহূর্তে ছিল মাদার কোম্পানি ফেসবুকের অধীনস্থ।
তবে সংস্থার নাম বদলালেও ফেসবুক অ্যাপের নাম বদলাচ্ছে না। সংস্থার তৈরি ইনস্টাগ্রাম, ফেসবুক (Facebook), মেসেঞ্জার এবং হোয়্যাটসঅ্যাপের নাম একই থাকছে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊