Durga Puja Mantra : কীভাবে করবেন দুর্গা মায়ের আরাধনা! মন্ত্র জানেন! জেনে নিন মন্ত্র ও পূজা পদ্ধতি
পিতৃপক্ষের অবসান হয়েছে, শুরু হয়েছে মাতৃপক্ষের । বেজে উঠেছে আগমনীর সুর। মা দুর্গা আসবেন পিতৃগৃহে। তাইতো ধরাধামে আনন্দের চ্ছটা। যদিও করোনার প্রভাব এখনো যায়নি। তৃতীয় ঢেউয়ের আশঙ্কার প্রহর গুনতে হচ্ছে। আর এই আতঙ্কে বরাভয় দাত্রী মা দুর্গার আগমন। তাইতো সকলে মায়ের আগমনে সকল দুঃখ দুর্দশার কালো মেঘ কেটে যাবে বলে আশায় বুক বেঁধে আছে।
কিন্তু কীভাবে করবেন দুর্গা মায়ের আরাধনা! মন্ত্র জানেন! জেনে নিন মন্ত্র ও পূজা পদ্ধতি-
দেবীর সামনে স্নান করে শুদ্ধ আসনে পূর্ব দিকে মুখ করে বা দেবী দুর্গার সামনে বসতে হবে।তারপর পন্ডিত মশাই আপনার মাথায় মন্ত্রপুত গঙ্গাজল ছিটিয়ে দেবেন এবং সিন্দুঁর দ্বারা তিলক পড়িয়ে দেবেন ।
আচমন বাঁ হাতে জল নিয়ে ডান হাতের সমস্ত আঙ্গুলের অগ্রভাগ বাঁ হাতের জলে ডুবিয়ে মুখে 3 /1 বার ছিটাতে হয় । আর সাথে সাথে উচ্চারণ করতে হয়- "নমঃ বিষ্ণুঃ নমঃ বিষ্ণু নমঃ বিষ্ণু"
বিষ্ণুস্মরণ আচমনের পর হাত জোর করে বলতে হবে-
"নমঃ অপবিত্রঃ পবিত্রো বা সর্বাবস্থাং গতো হপি বা ।
যঃ স্মরেত্ পুন্ডরীকাক্ষং সবাহ্যাভ্যন্তরঃ শুচিঃ।।
নমঃ সর্বমঙ্গলমঙ্গল্যং বরেণ্যং বরদং শুভম্ ।
নারায়ণং নমস্কৃত্য সর্বকর্ম্মাণি কারয়েত্ ।।"
আসন শুদ্ধি আসনের সামনে ডান হাতের মধ্যমার সাহায্যে জল দিয়ে একটি ত্রিকোণ [ব] আঁকতে হয় । তার উপর একটি ফুলদিয়ে বলতে হয় " নমঃ আধারশক্তয়ে কমলাসনায় নমঃ "
তারপর জোড়হাত করে এই মন্ত্রটি বলতে হয় -
" নমঃ পৃথ্বি ত্বয়া ধৃতা লোকা দেবী ত্বং বিষ্ণুণা ধৃতা ।
ত্বঞ্চ ধালয় মাং নিত্যং পবিত্রং কুরু চাসনম্ ।।
সম্মুখে পূজিতদেবতা শ্রী দুর্গায়ৈ নমঃ
নারায়ণাদির অর্চনা
এতে গন্ধপুষ্পে নমঃ নারায়ণায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ শ্রীগুরবে নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ গণেশায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ দুর্গায়ৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ শিবায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ লক্ষ্মীদেবৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ সরস্বতৈ নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃ কার্ত্তিকায় নমঃ ,
এতে গন্ধপুষ্পে নমঃসর্বদেবদবীভ্যোনম
গুরু পূজা এতে গন্ধপুষ্পে নমঃ শ্রী গুরবে নমঃ ( অথবা পঞ্চপোচারে - গন্ধ . .পুষ্প . ধূপ .দীপ . নৈবেদ্য পূজা করতে পারো )
জপ নিজ নিজ গুরু মন্ত্র জপ 10/ 28 বার
জপসর্মপন হাতে এক গন্ডুষ জল নিয়ে - নমঃ গুহ্যাতিগুহ্যগোপত্রী ত্বং গৃহণাস্মত্ কৃতং জপম্ | সির্দ্ধিভবতু মে দেবী তত্প্রসাদাত্ সুরেশ্বরী ।।
গুরুপ্রনাম অখন্ডমন্ডলাকারং ব্যাপ্তংযেন চরাচরম্ | তত্পদং দর্শিতং যেন তস্মৈ শ্রীগুরবে নমঃ ।।
পুষ্পা ঞ্জলি
সপ্তমী সচন্দনপুষ্প ও বিল্বপত্র নিয়ে বলুন-
(1) নমঃ আয়ুর্দ্দেহি যশো দেহি ভাগ্যং ভগবতি দেহি মে | পুত্রান্ দেহি ধনং দেহি সর্ব্বান্ কামাশ্চ দেহি মে ।।
(2) হর পাপং হর ক্লেশং হর শোকং হরাসুখম্ | হর রোগং হর ক্ষোভং হর মারীং হরপ্রিয়ে ।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।
(3) সংগ্রামে বিজয়ং দেহি ধনং দেহি সদা গৃহে । ধর্ম্মার্থকামসম্পত্তিং দেহি দেবী নমোস্তু তে ।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।
প্রণাম মন্ত্র সর্বমঙ্গলমঙ্গল্যে শিবে সর্বাথসাধিকে । শরণ্যে ত্র্যম্বকে গৌরি নারায়ণি নমোস্তু তে ।।
আরও পড়ুনঃ Durga Puja 2022: মা দুর্গার বাহন চার- এবার আগমন হাতিতে, আর বিদায় নৌকাতে- শুভ না অশুভ ইঙ্গিত!
অষ্টমী
(1) নমঃ মহিষগ্নি মহামায়ে চামুন্ডে মুন্ডমালিনি । আয়ুরারোগ্য বিজয়ং দেহি দেবী নমোস্তুতে ।।
(2) নমঃ সৃষ্টিস্তিতিবিনাশানাং শক্তিভূতে সনাতনি । গুণাশ্রয়ে গুণময়ে নারায়ণি নমোস্তু তে ।।
(3) নমঃ শরণাগতদীর্নাত পরিত্রাণপরায়ণে । সর্বস্যাতিহরে দেবী নারায়ণি নমোস্তু তে ।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ।।
প্রণাম মন্ত্র
জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী । দুর্গা শিবা ক্ষমা ধাত্রী স্বাহা স্বধা নমোস্তু তে ।।
নবমী
(1) কালি কালি মহাকালি কালিকে কালরাত্রিকে । ধম্মকামপ্রদে দেবি নারায়ণি নমোস্তু তে ।।
(2) লক্ষ্মি লজ্জে মহাবিদ্যে শ্রদ্ধে পুষ্টি স্বধে ধ্রুবে । মহারাত্রি মহামায়ে নারায়ণি নমোস্তু তে ।।
(3) কলাকাষ্ঠাদিরূপেণ পরিণামপ্রদায়িনি । বিশ্বস্যোপরতৌ শক্তে নারায়ণি নমোস্তু তে ।।
এষ সচন্দন-পুষ্পবিল্বপত্রাঞ্জলিঃ নমঃ দক্ষযঞ্জ বিনাশিন্যে মহাঘোরায়ৈ যোগিনী কোটিপরিবৃতায়ৈ ভদ্রকাল্যৈ ভগবত্যৈ দুর্গায়ৈ নমঃ ||
প্রনাম মন্ত্র সর্বস্বরূপে সর্বেশে সর্বশক্তিসমন্বি তে । ভয়েভ্যস্ত্রাহি নো দেবি দুর্গে দেবি নমোস্তু তে ।।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊