Mithun Chakraborty: 'দাদাসাহেব ফালকে' পাচ্ছেন মিঠুন চক্রবর্তী
জাতীয় পুরস্কার, পদ্মসম্মানে ভূষিত হয়েছেন বহু আগেই। অর্ধ শতাব্দীজুড়ে ভারতীয় চলচ্চিত্র দুনিয়ায় রাজত্ব করছেন মিঠুন চক্রবর্তী (Mithun Chakraborty)। এবার সেই পাঁচ দশকের ফিল্মি কেরিয়ারের জন্য ‘দাদাসাহেব ফালকে’ (Dadasaheb Phalke Award)
পাচ্ছেন মিঠুন।
বিখ্যাত চিত্র পরিচালক মৃণাল সেনের হাত ধরে শুরু হয়েছিল মিঠুনের সিনেমা জগতে পথচলা। প্রথম ছবি 'মৃগয়া'-তে অভিনয়ের জন্য জাতীয় পুরস্কার পেয়েছিলেন। এরপর আর পেছন ফিরে তাকাতে হয়নি।
দাদাসাহেব ফালকে পুরস্কার (Dadasaheb Phalke Award) ভারতের সর্বোচ্চ চলচ্চিত্র পুরস্কার। ভারত সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় দ্বারা প্রতিষ্ঠিত চলচ্চিত্র উৎসব অধিদপ্তর নামক সংস্থা জাতীয় চলচ্চিত্র পুরস্কার সমারোহে এই পুরস্কার প্রদান করে। ভারতীয় চলচ্চিত্রের প্রগতি ও উন্নতির জীবনব্যাপী অবদানের স্বীকৃতি স্বরূপ এই পুরস্কার দেওয়া হয়।
প্রসঙ্গত ধুন্ডীরাজ গোবিন্দ ফালকে যিনি দাদা সাহেব ফালকে নামেই সুপরিচিত। তিনি ভারতীয় চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক ছিলেন। তাঁকে ভারতীয় চলচ্চিত্রের জনক হিসেবে গণ্য করা হয়।তিনি ১৯১৩ সালে রাজা হরিশচন্দ্র চলচ্চিত্রটি নির্মাণ করেন যা ছিল ভারতের প্রথম পূর্ণদৈর্ঘ্য নির্বাক চলচ্চিত্র। এরপর তিনি প্রায় চব্বিশ বছর ধরে ৯৫ টি পূর্ণ দৈর্ঘ্যের চলচ্চিত্র ও ২৬ টি স্বল্পদৈর্ঘ্যের চলচ্চিত্র নির্মাণ করেন।
0 মন্তব্যসমূহ
thanks