মা দুর্গার বত্রিশ নাম জানেন কি! যা সব রকম বিপদ আপদ বিনাশ করে-জেনেনিন এখনি

durga 32 names in bengali, 32 names of durga in bengali, maa durga 32 names in bengali

DurgaPuja



জানাযায়, একদিন ব্রহ্মাদি দেবতাগণ পুষ্প সহ অন্যান্য উপাচারে মহেশ্বরী দুর্গার পূজা করছিলেন। তখন মা দুর্গা প্রসন্ন হয়ে বলেন- ‘দেবগণ! তোমাদের পূজায় আমি সন্তুষ্ট হয়েছি। তোমাদের অভীষ্ট বর প্রার্থনা করো। আমি তোমাদের দুর্লভতম বস্তুও প্রদান করবো।‘ মা দুর্গার এই কথা শুনে দেবতারা বলেন- “আপনি ভক্তের কল্পবৃক্ষ, অসুর বিনাশ করে আপনি আমাদের রক্ষা করেছেন। আমাদের চাইবার মতন আর কিছু নাই, তবে জগত রক্ষার উদ্দেশ্যে আপনাকে শীঘ্র প্রসন্ন করবার কি উপায় আছে তা বলুন।”


দেবতাদের এই প্রার্থনায় মা দুর্গা (maa durga) বলেন- ‘দেবগন! শোনো, এই রহস্য অতীব গুহ্য ও দুর্লভ। আমার বত্রিশ নামমালা সব রকম আপদ বিনাশ করে। এর মতো আর কোন স্তুতি ত্রিলোকে নেই। এই মালা রহস্যরূপ।“


এইসময় মা দুর্গা (maa durga) সেই বত্রিশ নাম বলেন। বলা হয় এই বত্রিশ নাম পাঠ করলে ভক্তের সমস্ত ভয়-ভীতি থেকে মুক্তি ঘটে। সমস্ত বিপদের কালো মেঘ দূরে সরে যায়। আসুন শুনে নেই সেই বত্রিশ নাম-


১. দুর্গা, 
২. দুর্গার্তিশমনী, 
৩. দুর্গাপদ্ধিনিবারিণী, 
৪. দুর্গমচ্ছেদিনী, 
৫. দুর্গসাধিনী, 
৬. দুর্গনাশিনী, 
৭. দুর্গতােদ্ধারিণী, 


৮. দুর্গনিহন্ত্রী, 
৯. দুর্গমাপহা, 
১০. দুর্গমজ্ঞানদা, 
১১. দুর্গদৈত্যলােকদবানলা, 
১২. দুর্গমা, 
১৩. দুর্গমালােকা, 
১৪. দুর্গমাত্মস্বরূপিণী, 
১৫. দুর্গমার্গদা, 
১৬. দুর্গমবিদ্যা, 


১৭. দুর্গমাশ্রিতা, 
১৮. দুর্গমজ্ঞানসংস্থানা, 
১৯. দুর্গমধ্যানভাসিনী, 
২০. দুর্গমােহা, 
২১. দুর্গমগা, 
২২. দুর্গমার্থস্বরূপিণী, 
২৩. দুর্গমাসুরসংহন্ত্রী, 
২৪. দুর্গমায়ুধধারিণী, 
২৫. দুর্গমাঙ্গী, 
২৬. দুর্গমতা, 


২৭. দুর্গম্যা, 
২৮. দুর্গমেশ্বরী, 
২৯. দুর্গভীমা, 
৩০. দুর্গভামা, 
৩১. দুর্গভা, 
৩২. দুর্গদারিণী।




একটি মন্তব্য পোস্ট করুন

11 মন্তব্যসমূহ

thanks