২০২২ এ দুর্গা পূজা কোন মাসে? জেনে নিন এখুনি

Durga Puja 2022




আজ মায়ের যাওয়ার পালা (Subho Bijaya Dashami)। বাঙালির শুভ বিজয়া (Subho Bijoya)। মা (Maa Durga) ফিরছেন ঘরে। পুরাণ মতে, এই দিনটিতে অসুর নিধনের পর অসুরের রক্ত (Blood) দিয়ে দেবতারা বিজয় উৎসব (Bijoy Utsav) পালন করেছিলেন। সেই লোকাচার বাংলার ঘরে সিঁদুর খেলা (Sindur Khela) হিসেবে পরিণত হয়েছে।

একদিকে চোখের কোণে নোনা জল আর অপরদিকে মুখের কোণে মৃদু হাসি নিয়ে এবছরের মতন মাকে  বিদায় জানানো। দুঃখ ভুলে একটাই স্লোগান- 'আসছে বছর আবার হবে।'

কিন্তু জানেন কি আগামী বছর অর্থাৎ ২০২২ এ দুর্গাপূজা কোন মাসে? জেনে নিন মহালয়া (mahalaya 2022) থেকে দশমীর (bijaya dashami 2022 ) - এর তারিখ। 



  • মহালয়া- ২৫ সেপ্টেম্বর রবিবার
  • মহাপঞ্চমী- ৩০ সেপ্টেম্বর ২০২২ 
  • মহাষষ্ঠী-  ১ অক্টোবর ২০২২
  • মহাসপ্তমী- রবিবার ২ অক্টোবর 
  • মহাঅষ্টমী- ৩ অক্টোবর ২০২২ 
  • মহানবমী- ৪ অক্টোবর ২০২২
  • মহাদশমী- বুধবার ৫ অক্টোবর