Shubha Bijaya Dashami  সিঁদুর খেলবেন? জানেন কি এবছর সিঁদুর খেলার জন্য কি করতে হবে! 

sindur khela, subhashree ganguly




আজ মায়ের বিসর্জন। মাকে বিদায় জানাতে হবে। কিন্তু বিদায়ের আগে মায়ের সিঁথিতে সিঁদুর ছোঁয়ানোর পালা। কিন্তু জানেন কি বর্তমান কোভিড স্বাস্থ্য বিধি চালু রয়েছে রাজ্যে, যার ফলে সিঁদুর খেলাতেও (sindur khela) রয়েছে কিছু বিধি নিষেধ।

তাহলে আপনি এবার সিঁদুর খেলতে পারবেন না! অবশ্যই পারবেন যদি আপনার কোভিড ভ্যাক্সিনেশন (covid vaccination) হয়ে থাকে, শুধু তাই নয়- দুটো ভ্যাক্সিনের ডোজই নেওয়া হতে হবে।

সম্প্রতি কলকাতা হাই কোর্ট (kolkata high court) এক রায়ে জানিয়েছে সে কথা। অ্যাডভোকেট সব্যসাচী চ্যাটার্জি বলেছেন, আদালত জানিয়েছে যে স্থানীয় বাসিন্দারা, যারা ইতিমধ্যে তাদের ডাবল ডোজ পেয়েছেন, তারা সিঁদুর খেলা এবং পুস্পঞ্জলির মতো পূজা ক্রিয়াকলাপে অংশ নিতে পারেন। এক্ষেত্রে দ্বিতীয় টিকা দেওয়ার সার্টিফিকেট আয়োজকদের কাছে জমা দিতে হবে। পুলিশ সামগ্রিক বিষয় যাচাই করবে।

sindur khela, subhashree ganguly

প্রসঙ্গত গত বছর করোনার কারনে সিঁদুর খেলা এবং পুস্পাঞ্জলিতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছিলো।