Laxmi Puja 2021 : কোজাগরী লক্ষ্মীপুজোয় কোন কোন কাজ একেবারেই করা যাবে না ?

Laxmi Puja




সবেমাত্র শেষ হল দুর্গাপুজো। আর এক সপ্তাহের মধ‍্যেই লক্ষ্মীপুজো। কোজাগরী পূর্ণিমা তিথিতে সুখ-শান্তি-সমৃদ্ধির আশায় দেবী লক্ষ্মীর বন্দনা করেন বঙ্গবাসী। দেবী শ্রীলক্ষ্মী শ্রীবিষ্ণুর স্ত্রী। ঘটে, পটে কিংবা মূর্তিতে বাঙালির ঘরে ঘরে পূজিত হয় শ্রীলক্ষ্মী। তবে, লক্ষ্মীপুজোয় বেশ কিছু কাজ করা থেকে বিরত থাকতে হবে-


  • লক্ষ্মী দেবীকে কোনও ভাবে সাদা রঙের ফুল দিয়ে পুজো করা যাবে না। সাদা রঙ ছাড়া লাল, হলুদ, গোলাপি রঙের ফুল ব্যবহার করা যাবে।

  • তুলসির ব‍্যবহার করা যাবে না। কথিত আছে, তুলসির সঙ্গে শালগ্রাম শিলার বিবাহ হয়। শালগ্রাম গ্রাম শিলা নারায়ণের প্রতিভূ। যেহেতু শ্রীলক্ষ্মীও বিষ্ণুপত্নী, তাই এই পুজোয় তুলসির ব্যবহার চলে না।

  • মা লক্ষ্মীর পুজোয় সাদা বা কালো কাপড় পাতার নিয়ম নেই। লাল, গোলাপি প্রভৃতি রঙের কাপড় ব্যবহার করা যেতে পারে।

  • লক্ষ্মী পুজোয় তোলা চাল থেকে অন্য কাউকে চাল দিতে নেই।

  • পুজোর পর মন্দির বা ঠাকুর ঘরের দক্ষিণমুখে প্রসাদ অর্পণ করার কথা বলে থাকেন অনেকে। লক্ষ্মীপুজোর প্রসাদে না বলতে নেই। অল্প হলেও মুখে তুলতে হয়।

  • ঢাক - ঢোল- কাঁসর ঘণ্টা লক্ষ্মীপুজোয় বাজানো যাবে না। অত্যধিক শব্দ পছন্দ করেন না শ্রীলক্ষ্মী। মা লক্ষ্মীর পুজোয় কাঁসর ঘণ্টা বাজালে দেবীর অসন্তুষ্ট হন বলে মনে করা হয়।

  • লক্ষ্মীপুজো করার সময় কোনওভাবেই কালো পোশাক পরা যাবে না।