বিমান-রেলের পর এবার দেশজুড়ে বাসের টিকিট বুকিং পরিসেবা চালু করল IRCTC




Book Bus Ticket


ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটারিং অ্যান্ড টুরিসম করপোরেশন (আইআরসিটিসি) এবার দেশজুড়ে বাস বুকিংয়ের সুবিধা আনল। এটা ভ্রমণপিপাসুদের জন্য সুখবর বলাই যায়। পর্যটন ক্ষেত্রের সার্বিক উন্নয়নে নয়া প্রকল্প হাতে নিল ইন্ডিয়ান রেলওয়ের ক্যাটারিং অ্যান্ড টুরিসম করপোরেশন (আইআরসিটিসি)। 



Book Bus Ticket



আইআরসিটিসি বিমান, রেলের পর এবার দেশজুড়ে বাসের টিকিট বুকিং পরিসেবা চালু করল। www.bus.irctc.co.in এই ওয়েব সাইটে গিয়ে দেশের ২২টি রাজ্য ও ৩ কেন্দ্র শাসিত অঞ্চলের বাস বুক করতে পারবেন। সরকারি বেসরকারি প্রায় ৫০ হাজার বাস এই পরিষেবায় যুক্ত হয়েছে। 


এই মাধ্যমে দেশীয় আন্তর্জাতিক বিমান ও রেল টিকিট বুক করা যায়। সরকারি এই সংস্থার মাধ্যমে দেশ জুড়ে ১০ হাজারের বেশি হোটেল বুকিং করা যায়। দীর্ঘদিন সড়ক পথে বাস পরিষেবার সঙ্গে যুক্ত হওয়ার দাবি ছিল যাত্রীদের। 


আইআরসিটিসি সেই দাবি মেনে এবার নতুন এই পরিষেবার সঙ্গে যুক্ত হল। ওয়েবসাইটের পাশাপশি আইআরসিটিসির নিজেস্ব অ্যাপের মাধ্যমে বাস টিকিট বুকিং করা যাবে।