Latest News

6/recent/ticker-posts

Ad Code

T20 World Cup: টি২০ বিশ্বকাপে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার কার্টিস ক্যাম্পার (Curtis Campher)

T20 World Cup: টি২০ বিশ্বকাপে ইতিহাস গড়লেন আয়ারল্যান্ডের ফাস্ট বোলার কার্টিস ক্যাম্পার (Curtis Campher)





টি২০ বিশ্বকাপে নেদারল‍্যান্ডসের বিরুদ্ধে আয়ারল্যান্ডের ফাস্ট বোলার কার্টিস ক্যাম্পারের চমক। পর পর চার বলে চার উইকেট নিয়ে টি টোয়েন্টি বিশ্বকাপে ইতিহাস গড়লেন তিনি।




টি টোয়েন্টি বিশ্বকাপের (ICC T20 World Cup) আসরে দ্বিতীয় বোলার হিসেবে হ্যাটট্রিক করলেন কার্টিস। নেদারল্যান্ডস ইনিংসের দশম ওভারে এই নজির গড়েন কার্টিস (Curtis Campher)।




মালিঙ্গা, রশিদ খানের পর তৃতীয় বোলার হিসেবে টি২০-তে এই কীর্তি গড়লেন কার্টিস। আবুধাবিতে এদিন পর পর চার বলে নেদারল্যান্ডসের কলিন আকারম্যান, রায়ান টেন দুশখাতে, স্কট এডওয়ার্ডস এবং ভ্যান ডার মারউইকে ফিরিয়ে দেন ক্যাম্পার৷




এ দিন ২০ ওভারে মাত্র ১০৬ রান তোলে নেদারল্যান্ডস৷ মাত্র ১৫ ওভারেই তিন উইকেট হারিয়ে লক্ষ্যে পৌঁছে যায় আয়ারল‍্যান্ড।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code