Latest News

6/recent/ticker-posts

Ad Code

পুজোর মরসুমে করোনা বিধি নিষেধে ছাড় রাজ্যের, জারি নির্দেশিকা, জানুন বিস্তারিত

 পুজোর মরসুমে করোনা বিধি নিষেধে ছাড় রাজ্যের, জারি নির্দেশিকা, জানুন বিস্তারিত 

Durga Puja, Covid restriction
নিজস্ব চিত্র

করোনা সংক্রমণের জেরে গত বছর করোনা বিধি মেনে হয়েছে দুর্গাপুজা। এবছরেও দুর্গাপুজায় করোনা বিধি নিষেধ জারি রয়েছে। তবে বেশ কিছুক্ষেত্রেই মিলেছে ছাড়। পুজোর সময় করোনা বিধি নিষেধে সাময়িক ছাড় দিয়ে নির্দেশিকা জারি করেছে রাজ‍্য সরকার।


নবান্নের জারি করা বিজ্ঞপ্তি অনুসারে ১০ অক্টোবর থেকে ২০ অক্টোবর পর্যন্ত সাময়িক ছাড় দেওয়া হয়েছে। সমস্ত দোকান, রেস্তরাঁ এবং পানশালা সাধারণ নিয়ম অনুযায়ী খোলা থাকতে পারে বলেই জানানো হয়েছে বিজ্ঞপ্তিতে। 



আরও পড়ুন: JOB ALERT: স্নাতক যোগ‍্যতায় একাধিক শূন‍্যপদে নিয়োগ


পূর্ব নির্দেশিকা অনুসারে রাত দশটার মধ‍্যে বন্ধ করে দিতে হত সমস্ত দোকান, রেস্তরাঁ এবং পানশালা কিন্তু পুজোর জন‍্য সেই সময়সীমা বাড়িয়ে দেওয়া হয়েছে। ১০ই অক্টোবর পঞ্চমীর দিন থেকে দোকানপাট, রেস্তোরাঁ ও পানশালা বন্ধের নির্দিষ্ট সময় পিছিয়ে দেওয়া হল যা বহাল থাকবে ২০ই অক্টোবর পর্যন্ত। 



আরও পড়ুন: দুর্গাপুজো নিয়ে নতুন নির্দেশিকা কলকাতা হাইকোর্টের

তবে স্বাভাবিক নিয়ে সমস্ত দোকান, রেস্তরাঁ এবং পানশালা খোলার অনুমতি দিলেও মেনে চলতে করোনা বিধি নিষেধ। রাজ‍্য সরকারের এই নির্দেশিকার পরেই সমস্ত দোকান, রেস্তরাঁ এবং পানশালার মালিক ও কর্মীদের মধ‍্যে খুশির হাওয়া।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code