Latest News

6/recent/ticker-posts

Ad Code

স্বনির্ভরতার লক্ষ্যে গোবর দিয়ে প্রদীপ তৈরি

স্বনির্ভরতার লক্ষ্যে গোবর দিয়ে প্রদীপ তৈরি 

cow dung diya price



গোবর থেকে  প্রদীপ।  শুনতে অবাক লাগলেও বাস্তব।

গোবর মেখে রোদে শুকিয়ে তার ওপর রঙ করে প্রদীপ বানিয়ে যাতে বিশেষ চাহিদা সম্পন্ন মানুষেরা স্বনির্ভর হতে পারে সেই উদ্যোগ নিল এবার স্বপ্নতোরণ।

আজ জলপাইগুড়ির ভাটা খানায় একটি অনুষ্ঠানের আয়োজন করা হয় স্বপ্নতোরণ সংঠনের পক্ষ থেকে।  যেখানে  বিশেষ চাহিদা সম্পন্ন ৫ জনের হাতে ৫ টি মেশিন তুলে দেওয়া হয়।

সংঠনের পক্ষ থেকে জানানো হয়েছে প্রতিটি মেশিনের আনুমানিক বাজার মূল্য ৪০০০ টাকা। 

সামনেই আলোর পার্বন। তাই সময় বুঝে বিক্রি বাড়াবার লক্ষে ও চাহিদা অনুযায়ী এই দিয়া বানিয়ে স্বাবলম্বী করতে  সহায়তা করতেই এই উদ্যোগ বলে  স্বপন তোরন জানিয়েছে।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code