এলাকায় বুনো শুয়োর, গুরুতর আহত ৩





বুনো শুয়োরের হামলায় গুরুতর আহত ৩, ঘরের ভিতরে বুনো শুয়োর ঢুকে পড়ায় চাঞ্চল্য জলপাইগুড়ি জেলার ধূপগুড়ির ডাউকিমারী এলাকায়।




জঙ্গল থেকে লোকালয়ে এবার বেরিয়ে এল বুনো শুয়োর।মানুষের তারা খেয়ে আশ্রয় নিল মানুষের ঘরে, শুয়োরের হামলায় আহত এক শিশুসহ তিনজন।




বৃহস্পতিবার সন্ধ্যা সাতটা নাগাদ ধুপগুড়ির ডাউকিমারি বাজারে একটি বুনো শুয়োর কে দাপিয়ে বেড়াতে দেখা গেল যার জেরে গুরুতর আহত হন তিনজন তাদের মধ্যে শিশুও রয়েছে একজন।



আহতরা হলেন শেফালী মন্ডল (২৯),জিৎ মন্ডল (৭),ভরত মন্ডল (৪০)।




স্থানীয়দের তৎপরতায় আহতদের উদ্ধার করে ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল নিয়ে যাওয়া হয়েছে সেখানে চিকিৎসাধীন রয়েছেন বলে জানা গেছে।




প্রথামিক ভাবে আনুমান করা হচ্ছে নাথুয়ার জঙ্গল থেকে জংলি শুয়োরটি বার হয়ে থাকতে পারে ।



বর্তমানে বুনো শুয়োরটি একটি বাড়ির মধ্যে ঢুকে পরে। ডাকা হয়েছে ট্রানকুলাইজার টিম ও বিন্নাগুড়ি বনদপ্তরের কর্মীদের তারা এসে বুনো শুয়োরটিকে উদ্ধার করে নিয়ে যায়।




বিন্নাগুড়ি বন্যপ্রাণী স্কোয়াডের রেঞ্জার শুভাশিস রায় বলেন, সম্ভবত নথুয়ার জঙ্গল থেকে লোকালয়ে ঢুকে পড়েছে , শুয়োরটির হামলায় ৩ জন আহত হয়েছে।যার মধ্যে একজন শিশুও রয়েছে।