Latest News

6/recent/ticker-posts

Ad Code

লোক জনশক্তি পার্টির দলীয় প্রতীক ফ্রিজ করলো নির্বাচন কমিশন

লোক জনশক্তি পার্টির দলীয় প্রতীক ফ্রিজ করলো নির্বাচন কমিশন





Election Commission of India ভারতীয় নির্বাচন কমিশন (ইসিআই) চিরাগ পবন ও পশুপতি কুমার পারাসের গোষ্ঠীদ্বন্দ্বের মধ্যে লোক জনশক্তি পার্টির প্রতীক বরখাস্ত করেছে। 




ইসিআই বলছে "পাসওয়ান বা চিরাগের দুটি গ্রুপের কাউকেই এলজেপি প্রতীক ব্যবহার করার অনুমতি দেওয়া হবে না"; উভয় গ্রুপকে অন্তর্বর্তীকালীন ব্যবস্থা হিসেবে তাদের গ্রুপের নাম এবং "প্রতীক যা প্রার্থীদের দ্বারা নির্ধারিত হতে পারে, যদি থাকে, সংশ্লিষ্ট গোষ্ঠী দ্বারা" নির্বাচন করতে বলা হয়েছে। 


চিরাগ পবন ও পশুপতি কুমার পারাসের গোষ্ঠীদ্বন্দ্বের মাঝেই নির্বাচন কমিশনের এই পদক্ষেপ। 

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code