গ্যাসের কানেকশনের নাম করে আধার লিংক করে গোপনে বিরাট পরিমান টাকা আত্মসাৎ দিনহাটায়

গ্যাসের কানেকশনের নাম করে আধার লিংক করে গোপনে বিরাট পরিমান টাকা আত্মসাৎ দিনহাটায়





গ্যাসের কানেকশনের নাম করে আধার লিংক করে গোপনে বিরাট পরিমান টাকা আত্মসাৎ দিনহাটায়। জানা যায় কয়েকদিন ধরে বাড়ি বাড়ি গিয়ে গ্যাসের কানেকশনের কথা বলে আধার কার্ড ও বায়োমেট্রিক দিয়ে আকাউন্ট থেকে টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ। ঘটনাটি ঘটেছে দিনহাটার বড়শাকদল অঞ্চলের ১ খন্ড লাঙ্গুলিয়ায়।



গত দুদিন ধরে তারা এই গ্যাস কানেকশনের নামে আধার কার্ড নাম্বার দিয়ে AEPS এর মাধ্যমে হাতের ছাপ নিয়ে প্রায় ২৫ টি পরিবারের ব্যাঙ্ক অ্যাকাউন্ট থেকে টাকা তুলে নিয়েছে বলে অভিযোগ এলাকাবাসীর। এই ঘটনার জেরে ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে এলাকাজুড়ে।



যে দুজনকে আটক করেছে এলাকাবাসী তাঁদের একজন রাজীব অপরজন সুমন। বিশেষ সূত্রের খবর এরা অনেক বড়ো চক্রের সঙ্গে যুক্ত। দৃষ্টান্তমূলক শাস্তির দাবি প্রতারণার স্বীকার পরিবার গুলির। ঘটনা স্থলে পুলিশ এসে অভিযুক্তদের সাহেবগঞ্জ থানায় নিয়ে যায়।ঘটনা স্থলে বড়শাকদল গ্রাম পঞ্চায়েত তাপস দাস উপস্হিত হন। তিনি অপরাধীদের শাস্তি দাবি করেন।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ