Railway Jobs: ৩,৩৬৬ শূন্যপদে নিয়োগ করছে রেল, সিংহভাগ পশ্চিমবঙ্গেই, আজই আবেদন করুন


RAIL JOBS



ভারতীয় রেলের তরফে শিক্ষানবিশ পদে প্রশক্ষিনের সুযোগ। সম্প্রতি এবিষয়ে বিজ্ঞপ্তি জারি হয়েছে। জানা যাচ্ছে মোট ৩৩৬৬টি শূন‍্যপদে নিয়োগ করবে রেল যার বেশির ভাগ পশ্চিমবঙ্গেই। আবেদন প্রক্রিয়া শেষ হবে ৩রা নভেম্বর আর তার আগে আবেদন করুন আপনিও।


শূন‍্যপদের বিবরণ:

মোট শূন‍্যপদ: ৩৩৬৬ টি

হাওড়া ডিভিশন : ৬৫৯ টি

লিলুয়া ডিভিশন : ২০৪ টি

জামালপুর ডিভিশন : ৬৭৮ টি

শিয়ালদহ ডিভিশন : ১,১২৩ টি

কাঁচারাপাড়া : ১৯০ টি

আসানসোল ডিভিশন : ৪১২ টি

মালদহ ডিভিশন : ১০০ টি


শিক্ষাগত যোগ্যতা

স্বীকৃত বোর্ড থেকে সর্বনিম্ন ৫০ শতাংশ নম্বর সহ ম্যাট্রিক (দশম শ্রেণি) বা 10+2 পরীক্ষা বা সমতুল্য পরীক্ষীয় উত্তীর্ণ হতে হবে।

ট্রেড ওয়েল্ডার, ওয়্যারম্যান এবং কার্পেন্টারের জন্য ন্যূনতম শিক্ষাগত যোগ্যতা ভিন্ন। এক্ষেত্রে স্বীকৃত স্কুল থেকে অষ্টম শ্রেণি পাশ এবং এনসিভিটি/ এসসিভিটি-র নির্দিষ্ট ক্ষেত্রে ন্যাশনাল ট্রেড সার্টিফিকেট/ আইটিআই সার্টিফিকেট থাকতে হবে।




বয়সসীমা: প্রার্থীর বয়স হতে হবে ১৫ বছর থেকে ২৪ বছর।

রেলওয়ের বিভিন্ন দফতর ও ওয়ার্কশপে শিক্ষানবীশ আইন ১৯৬১-র অধীনে প্রশিক্ষণ দেওয়া হবে নির্বাচিত প্রার্থীদের। এর পরে যদিও রেলেই স্থায়ী কাজ মিলবে এমন কোনও কথা নেই। কিন্তু এরপরে চুক্তিভিত্তিক, বিভিন্ন বেসরকারি সংস্থায় কাজের আবেদনে এই অভিজ্ঞতা লাভদায়ক।