Whatsapp Payment ব্যবহার করেন! আকর্ষণীয় Cashbacks Coupons আনছে Whatsapp
আসছে WhatsApp-এর নতুন চমক। এখন থেকে WhatsApp-এর মাধ্যমেই পেমেন্ট পাঠিয়ে পাওয়া যাবে আকর্ষণীয় ক্যাশব্যাক কুপনস (Cashbacks Coupons)।
WhatsApp ২০১৮ সালে তাদের ইউপিআই (UPI) পেমেন্ট লঞ্চ করলেও, ইউজাররা আগের বছর থেকে WhatsApp পেমেন্ট ব্যবহার করতে পারছেন।
WhatsApp ট্র্যাকার WABetainfo-এর রিপোর্ট অনুযায়ী ভারতে WhatsApp-এর মাধ্যমে ইউপিআই পেমেন্টে খুব শীঘ্রই ক্যাশব্যাকের সুবিধা চালু হতে চলেছে।
এই রিপোর্টে বলা হয়েছে, এটি নিয়ে এখনও পরীক্ষা-নিরীক্ষার কাজ চলছে। তাই এখনই কেউ এর সুবিধা পাবেন না। ভারতে এই ক্যাশব্যাকের সুবিধা শুধুমাত্র লিমিটেড ইউজাররাই পাবেন।
WhatsApp পেমেন্টের মাধ্যমে ১০ টাকা বা তার বেশি লেনদেন হলেই এই ক্যাশব্যাক কুপনের সুবিধা পাওয়া যাবে।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊