অধ্যাপনা করতে চান? আবেদন করুন ১৫ই সেপ্টেম্বরের আগে
West Bengal College Service Commission- কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে। স্টেট এলিজিবিটি টেস্ট বা সেটের মাধ্যমে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর পদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি করেছে কমিশন। যদি আপনি অধ্যাপনা করতে চান তবে আপনি আবেদন করতে পারেন West Bengal College Service Commission-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.wbcsconline.in -এ। ১৫ সেপ্টেম্বরের মধ্যে আগ্রহী ও যোগ্য প্রার্থীরা আবেদন করতে পারবেন।
শিক্ষাগত যোগ্যতা:
৫৫ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স পাশ করলে আবেদন করা যাবে।
তফশিলি জাতি, উপজাতি, অন্যান্য অনগ্রসর শ্রেণি, তৃতীয় লিঙ্গের প্রার্থীরা ৫০ শতাংশ নম্বর নিয়ে মাস্টার্স পাশ করলে আবেদন করতে পারবেন।
বয়সসীমা:
স্টেট এলিজিবিটি টেস্ট (State Eligibility Test)-এ বসার বয়সের ক্ষেত্রে কোনও ঊর্ধ্বসীমা নেই।
আবেদনের ফি:
সাধারণ বা জেনারেল প্রার্থীদের ফি হিসাবে ব্যাংকে ১২০০ টাকা জমা দিতে হবে।
অন্যান্য অনগ্রসর শ্রেণির (OBC) প্রার্থীদের ৬০০ টাকা এবং তফশিলি জাতি (SC), উপজাতির প্রার্থীদের (ST) ৩০০ টাকা ব্যাংকে জমা দিতে হবে।
আবেদনের শেষ দিন:
১৫ সেপ্টেম্বর, ২০২১
পরীক্ষার তারিখ
৯ই জানুয়ারী, ২০২২
https://www.wbcsconline.in এই ওয়েবসাইটে আবেদনকারীকে চাকরি সংক্রান্ত যাবতীয় তথ্যের জন্য নজর রাখতে হবে।
বিস্তারিত জানতে নজর দিন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊