বৈধ রেল টিকিটের পাশাপাশি চলছিলো অবৈধ রেল টিকিটের ব্যবসা-  পর্দাফাঁস করলো রেল পুলিশ


Illegal train ticket business was going on along with valid train tickets - Railway Police exposed



কোচবিহার জেলার ট্যাংরামারি গ্রামের বাসিন্দা রুপক শর্মা তিনি ধূপগুড়ি খলাই গ্রাম সংলগ্ন মোরঙ্গা বাজারে রেল দপ্তরের লাইসেন্স নিয়ে ট্রেন টিকিটের ব্যবসা করতেন। এলাকায় তিনি বৈধ ব্যবসায়ী হিসেবে পরিচিত ছিলেন। কিন্তু এর আড়ালে ভূয়ো সফটওয়্যার ব্যাবহার করে তিনি দীর্ঘদিন ধরে অবৈধ রেল টিকিটের ব্যবসা চালাচ্ছিলেন।



রেল দপ্তরের সাইবার ক্রাইম বিভাগের পক্ষ থেকে ঐ এলাকার পিন কোড থেকে অবৈধ সফটওয়ার ব্যাবহার করে ততকাল রেল টিকিট তৈরী করা হচ্ছে এমন খবর আসে জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ আধিকারিকের কাছে। খবর আসতেই নড়েচড়ে বসেন তারা। শুরু হয় ঐ এলাকায় নজরদারি ও খবরাখবর সংগ্রহের কাজ।



বুধবার দুপুরে ক্রেতা সেজে টোপ দেয় রেল পুলিশ আধিকারিকদের টিম। এরপর টিকিট ও অন্যান্য নথি সমেত রুপক শর্মা নামে এক যুবককে হাতেনাতে গ্রেফতার করে। বৃহস্পতিবার তাকে আদালতে তুলেছে রেল পুলিশ।



ঘটনায় জলপাইগুড়ি রোড স্টেশনের আর পি এফ আধিকারিক সুনিল কুমার জানান "অবৈধ টিকিটের কারবার নিয়ে আমাদের কাছে সাইবার ক্রাইম থেকে ইনফরমেশন আসছিলো।সেই অনুয়ায়ী আমরা আজ কোচবিহার জেলার ট্যাংরামারি গ্রামে অভিযান চালিয়ে রুপক শর্মা নামে এক রেল টিকিটের ব্যবসায়ীকে গ্রেফতার করি। উনার কাছ থেকে আজকের তারিখের ৩ টি ততকাল টিকিট পাওয়া গেছে। এছাড়া কিছু পুরোনো টিকিট পাওয়া গেছে। আমরা উনার সি পি ইউ বাজেয়াপ্ত করেছি। উনি আই আর সি টি সি থেকে বৈধ অনুমতি নিয়ে রেল টিকিটের ব্যবসা করতেন। কিন্তু এরসাথে তিনি ভূয়ো সফটওয়্যার ব্যবহার করে ততকাল টিকিটের কারবার করতেন। উনাকে আমরা রেলওয়ে আইন অনুয়ায়ী গ্রেফতার করেছি।"

 ধৃতকে বৃহস্পতিবার এনজিপি তে ম্যাজিস্ট্রেট এর কাছে পাঠানো হয়।