একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি UPSC-র
Union Public Service Commission (UPSC) ২৩টি পদে আবেদনের জন্য বিজ্ঞপ্তি জারি করেছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা Union Public Service Commission (UPSC)-র অফিশিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in -এ গিয়ে আবেদন করতে পারবেন। আগামী ১৬সেপ্টেম্বরের মধ্যে অফিশিয়াল ওয়েবসাইট https://www.upsconline.nic.in- আবেদনকারীদের শিক্ষাগত যোগ্যতার বিষয়ে নিশ্চিত হয়ে অ্যাপ্লাই করতে হবে।
শুন্যপদ
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)-২
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন- ১
অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট- ২০
শিক্ষাগত যোগ্যতা
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)-
চাকরিপ্রার্থীকে এমএসসি ডিগ্রি ইন প্লান্ট প্যাথলজি বা এগ্রিকালচার পাশ হতে হবে। কোনও স্বীকৃত বিশ্ববিদ্যালয় থেকে পেতে হবে এই ডিগ্রি। চাকরিপ্রার্থীকে ৩ বছরের প্লান্ট ডিজিজ ও ভাইরাস নিয়ে কাজের অক্ষিজ্ঞতা থাকতে হবে। এই ক্ষেত্রে প্লান্ট প্যাথলিজতে পিএইচডি বা ডক্টরেট ডিগ্রি থাকলে চাকরিপ্রার্থীদের অগ্রাধিকার দেওয়া হবে।
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন-
ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং ও ইনস্ট্রুমেনটেশন টেকনোলজিতে ডিগ্রি থাকতে হবে আবেদনকারীর। সঙ্গে ইন্স্ট্রুমেনটেশন , ক্যালিব্রশনে ২ বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট-
চাকরিপ্রার্থীর অবশ্যই জিওলজিতে মাস্টার ডিগ্রি থাকতে হবে। অথবা জিও এক্সপ্লোরেশন বা মিনারেল এক্সপ্লোরেশন নিয়ে ডিগ্রি থাকলেও আবেদন করতে পারবেন চাকরিপ্রার্থীরা।
বয়স
অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর (প্লান্ট প্যাথোলজি)-
বয়স সীমা- এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীর বয়সের ঊর্ধ্বসীমা ৩৫ বছর হতে হবে।
এগ্রিকালচারাল ইঞ্জিনিয়ার ইনস্ট্রুমেন্টেশন-
বয়সের সীমা ৩৩ বছর রাখা হয়েছে। তবে কিছু ক্ষেত্রে তা পরিবর্তন হতে পারে।
অ্যাসিস্ট্যান্ট জিওলজিস্ট-
এই ক্ষেত্রে বয়সের সীমা রাখা হয়েছে ৩০ বছর।
বিস্তারিত জানুন-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊