কেন্দ্রীয় এজেন্সি ও রাজ‍্যপালের বিরুদ্ধে বিস্ফোরক বিধানসভার অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়

কেন্দ্রীয় এজেন্সি ও রাজ‍্যপালের বিরুদ্ধে বিস্ফোরক বিধানসভার অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়





কেন্দ্রীয় এজেন্সি ও রাজ‍্যপালের বিরুদ্ধে বিস্ফোরক বিধানসভার অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়। সর্বভারতীয় অধ্যক্ষ সম্মেলনে কেন্দ্রীয় এজেন্সি ও রাজ‍্যপালের ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেন তিনি। লোকসভার অধ্যক্ষের উদ্যোগে অধ্যক্ষদের এই সর্বভারতীয় সম্মেলন।




এদিন বিমান বন্দ্যোপাধ্যায় বলেছেন ‘লোকসভার সদস্যের বিরুদ্ধে পদক্ষেপে নিতে গেলে লোকসভার যেমন অধ্যক্ষর অনুমতি নিতে হয় তেমনি বিধানসভার ক্ষেত্রেও তা প্রযোজ্য। কিন্তু বিধানসভার ক্ষেত্রে অন্য জায়গা থেকে অনুমোদন নেওয়া হচ্ছে। এটা বিধানসভার মর্যাদার পরিপন্থী।'




তিনি আরো বলেছেন, ‘কথায় কথায় বিধানসভার বিষয় কেউ কেউ আদালতে নিয়ে যাচ্ছেন। আদালত গ্রহণও করছে। যদিও, বিষয়টির নিষ্পত্তি বিধানসভাতেই সম্ভব। এটা গণতন্ত্রের পক্ষে শুভ নয়, সংসদীয় ব্যবস্থা বিপন্ন হওয়ার মুখে। এনিয়ে আলোচনা দরকার, রক্ষা করতে হবে আইনসভার মর্যাদা।’




রাজ্যপাল জগদীপ ধনকড়ের ভূমিকা নিয়েও অসন্তোষ প্রকাশ করে বলেছেন, ‘বিধানসভার অনেক বিধায়ক চলে যাচ্ছেন রাজ্যপালের কাছে। অভিযোগ শুনে বিধানসভার খুঁটিনাটি বিষয়ে নাক গলাচ্ছেন রাজ্যপাল।'



প্রসঙ্গত, আগামী ২২শে সেপ্টেম্বর নারদ কান্ডে বিধানসভাযর অনুমোদন ছাড়াই মন্ত্রী বিধায়কদের নাম চার্জশিটে যোগ করায় সিবিআই ও ইডিকে তলব করেছেন অধ‍্যক্ষ বিমান বন্দোপাধ‍্যায়। 



একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ