৩২ ইনিংস কম খেলে শচীনের রেকর্ড ভাঙলেন বিরাট কোহলি





রানে খড়া চলছে কোহলির ব‍্যাটে। দীর্ঘ আড়াই বছর খারাপ পারফরম‍্যান্স কাটলেও নতুন রেকর্ডের মালিক হলেন বিরাট কোহলি (Virat Kohli)। শচীনের রেকর্ড ভেঙে আন্তর্জাতিক দ্রুততম ২৩ হাজার রান সংগ্রাহকের তালিকায় জায়গা করলেন বিরাট। বিরাটই এখন আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩ হাজার রান সংগ্রাহক।




৪৯০ ইনিংস খেলেই ২৩ হাজার রানে গন্ডি টপকালেন বিরাট কোহলি। দরকার ছিল মাত্র ১ রান। ওভালে চতুর্থ টেস্টে প্রথম দিনে দ্রুত দুই উইকেট পতনের পর ব‍্যাট করতে নামেন কোহলি। আর ব‍্যাট করতে নেমে জেমস অ্যান্ডারসনের বলে অন ড্রাইভের পর এল কাঙ্ক্ষিত মুহূর্ত। যেখানে ২৩ হাজার রানের গন্ডি টপকাতে ৫২২টি ইনিংস খরচ করেছেন ক্রিকেটের ভগবান শচীন তেন্ডুলকর।




এক নজরে আন্তর্জাতিক ক্রিকেটে দ্রুততম ২৩,০০০ রান সংগ্রাহক


ইনিংস ব্যাটসম্যান

৪৯০ বিরাট কোহলি

৫২২ সচিন তেন্ডুলকর

৫৪৪ রিকি পন্টিং

৫৫১ জ্যাকস কালিস

৫৬৮ কুমার সঙ্গাকারা

৫৭৬ রাহুল দ্রাবিড়

৫৪৫ মাহেলা জয়বর্ধনে




খারাপ পারফরমেন্সে ধুঁকছেন বিরাট। দীর্ঘদিন নেই রান। তার ওপর বিদেশের মাটিতে তাঁর টেকনিক নিয়েও প্রশ্ন উঠছে। এই পরিস্থিতিতে ২৩ হাজার রান টপকানোর নজির নিজের দখলে রাখলেন বিরাট। টপকালেন শচীনকেও।