Paralympics-এ পুরুষদের হাইজাম্পে রুপো প্রবীণ কুমারের, গড়লেন এশিয়ান রেকর্ড 



পুরুষদের টি-৬৪ ইভেন্টে রুপো পেলেন প্রবীণ কুমার। 

এনিয়ে এবারের প্যারালিম্পিক্সে ১১টি পদক পেল ভারত।

১৮ বছর বয়সি প্রবীণ এবারই প্রথম প্যারালিম্পিক্সে যোগ দিয়েছেন। ২.০৭ মিটার লাফিয়ে রুপো পেলেন প্রবীণ। গড়লেন নতুন এশিয়ান রেকর্ড। 



২.১০ মিটার লাফিয়ে সোনা পেলেন গ্রেট ব্রিটেনের জোনাথন ব্রুম-এডওয়ার্ডস। ২০.৪ মিটার লাফিয়ে ব্রোঞ্জ পেলেন পোল্যান্ডের ম্যাসিয়েজ লেপিয়াতো। 


প্রবীনের সাফল‍্যের পরেই সোশ‍্যাল মিডিয়া জুড়ে শুভেচ্ছার বন‍্যায় ভাসলেন প্রবীন। 


প্রথম প্রচেষ্টায় ১.৮৩ মিটার লাফান প্রবীণ। দ্বিতীয় প্রচেষ্টায় তিনি ১.৯৭ মিটার লাফান। এরপর ২.০৪ মিটার লাফান প্রবীণ। এরপর ২.০৭ মিটার লাফিয়ে এশিয়ান রেকর্ড ভেঙে দেন এই ভারতীয় অ্যাথলিট।



প্রবীণকে অভিনন্দন জানিয়েছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ট্যুইটারে লেখেন, ‘প্যারালিম্পিক্সে রুপো জেতা প্রবীণ কুমারের জন্য গর্ব হচ্ছে। কঠোর পরিশ্রম এবং অতুলনীয় নিষ্ঠার ফলেই তিনি এই ফল পেলেন। তাঁকে অভিনন্দন। ভবিষ্যতের জন্য শুভেচ্ছা।’