ওভালে ঝকঝকে ইনিংস খেলে সহবাগ-ধোনির রেকর্ড ভাঙলেন শার্দুল
অন্ধকারে আলোর দেখা। যখন ব্যাটিং ধসে কুপোকাত ইন্ডিয়া শিবির তখন জ্বলে উঠলেন শার্দুল। একা কুম্ভ হয়ে লড়াই জারি রাখলেন ২২ গজে। ১৯১ রানে অল আউট হয়ে যাওয়া ভারতীয় ইনিংসে সবচেয়ে উজ্জ্বল তিনি। আট নম্বরে ব্যাটিং করতে নেমে নিজের নামকে উজ্জ্বল করলেন এই ভারতীয় খেলোয়াড় ভাঙলেন সহবাগ-ধোনীর মতো খেলোয়াড়ের রেকর্ড।
আট নম্বরে ব্যাট করতে নেমে ৩৬ বলে ৫৭ রান করলেন শার্দুল। তিনিই দলের সর্বোচ্চ স্কোরার। একই সঙ্গে ওভালে ঝকঝকে হাফসেঞ্চুরি করে বীরেন্দ্র সহবাগ, মহেন্দ্র সিংহ ধোনিদের রেকর্ড ভেঙে দিলেন শার্দুল ঠাকুর (Shardul Thakur)। অল্পের জন্য বেঁচে গেল কপিল দেবের রেকর্ড।
ভারতীয়দের মধ্যে যা টেস্ট ক্রিকেটে দ্বিতীয় দ্রুততম হাফসেঞ্চুরি করলেন শার্দুল। মাত্র ৩১ বলেই হাফসেঞ্চুরি করলেন তিনি।
১৯৮২ সালে করাচি টেস্টে পাকিস্তানের বিরুদ্ধে ৩০ বলে হাফসেঞ্চুরি করেছিলেন কিংবদন্তি কপিল। সেটাই টেস্টে ভারতীয়দের মধ্য়ে দ্রুততম।
চেন্নাইয়ে ২০০৮ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে ৩২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন বীরেন্দ্র সহবাগ। আগ্রাসী ব্যাটিংয়ের জন্য বিখ্যাত ছিলেন তিনি। ভারতীয়দের মধ্যে টেস্ট ব্যাটিংয়ের নতুন সংজ্ঞা তৈরি করে দিয়েছিলেন বীরু।
১৯৮৬ সালে এই ওভালেই ৩২ বলে হাফসেঞ্চুরি করেছিলেন স্যার ইয়ান বোথাম। সেই রেকর্ড ভেঙে দিলেন শার্দুল।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊