উৎসশ্রী পোর্টালের বিভিন্ন অসঙ্গতি সংশোধনের দাবীতে স্মারকলিপি

utsashree



উৎসশ্রী পোর্টালের বিভিন্ন অসঙ্গতির দিকে দৃষ্টি আকর্ষণ করে আজ জলপাইগুড়ি জেলা প্রাথমিক বিদ্যালয় সংসদের সেক্রেটারির কাছে চার দফা দাবি সম্বলিত স্মারকলিপি জমা দিল বঙ্গীয় নব উন্মেষ প্রাথমিক শিক্ষক সংঘ।

তাদের দাবিগুলো হলো,

১) হেড টিচার পোস্টটি রিজার্ভ ক্যাটেগরি হিসেবে চিহ্নিত করে তাতে প্রধান শিক্ষককে অগ্রাধিকার দেওয়া হোক।

২) বর্তমান নিয়মে একবার বদলির পর ন্যূনতম পাঁচ বছরের আগে উৎসশ্রী পোর্টাল মাধ্যমে কেউ আবেদন করতে পারবে না। কিন্তু কারুর ইচ্ছের বিরুদ্ধে বা শিক্ষক স্বার্থ ক্ষুণ্ন হয়েছে এমন ট্রান্সফার করা শিক্ষকদের এই নিয়মের বাইরে রাখা হোক।

৩) মেডিকেল গ্রাউন্ডে ট্রান্সফারের ক্ষেত্রে মেডিকেলে আনফিট সার্টিফিকেট চাওয়া হচ্ছে। কিন্তু সংগঠন মনে করে একজন আনফিট ব্যক্তির পক্ষে কর্মক্ষেত্রে কাজ করা সম্ভব নয়। তাই আনফিট না করে রোগের কারণে অসুবিধার উপর গুরুত্ব আরোপ করা হোক ।

৪) শিক্ষকদের তাদের বদলীর অ্যাপ্লিকেশন ব্যাক করার উপযুক্ত কারণ জানানো হোক এসএমএস বা ই-মেইল মারফত।

এই ডেপুটেশনে উপস্থিত ছিলেন সংগঠনের জেলা সভাপতি শুদ্ধসত্ত্ব চৌধুরী, জেলা সম্পাদক জয়ন্ত কর সহ জেলা ও সার্কেল নেতৃত্ব।