Latest News

6/recent/ticker-posts

Ad Code

শুধুমাত্র পুরুষদের জন্য LIC এর আকর্শনীয় নতুন পলিসি, রয়েছে একাধিক সুবিধা LIC's Aadhaar Stambh

শুধুমাত্র পুরুষদের জন্য LIC এর আকর্শনীয় নতুন পলিসি, রয়েছে একাধিক সুবিধা 

LIC's Aadhaar Shila (Plan No. 944, UIN No. 512N309V02)


রাষ্ট্রায়ত্ত বিমা সংস্থা জীবন বিমা কর্পোরেশন (LIC) তার গ্রাহকদের জন্য -বিশেষ করে  পুরুষ গ্রাহকদের জন্য নিয়ে এলো এক দুর্দান্ত পলিসি। নাম আধার স্তম্ভ। নারী গ্রাহকদের জন্যও রয়েছে একই রকম আর একটি পলিসি। নাম   আধার শিলা । 

আসুন জেনে নেই আধার স্তম্ভ পলিসির বিশেষত্ব-

বয়সের সীমাঃ ৮ বছরের বালিকা থেকে ৫৫ বছরের পুরুষ। 
মেডিক্যালঃ কোন মেডিক্যাল পরীক্ষার প্রয়োজন নেই। অর্থাৎ সরাসরি গ্রিন চ্যানেল। 
সহজ ব্যবস্থাঃ আগের নেওয়া কোন পলিসির বীমা রাশি এর সাথে যোগ হবে না। তাই সরাসরি ব্রাঞ্চেই পাস হয়ে যাবে। 

প্রিমিয়ামঃ বীমা রাশির থেকে তুলনায় কম প্রিমিয়াম। আধার স্তম্ভের ক্ষেত্রে মোট বীমারাশির প্রায় ৩০ শতাংশ কম প্রিমিয়াম দিতে হবে। 

সর্বোচ্চ বীমারাশিঃ প্রিমিয়াম কম হওয়ার জন্য একজনকে সর্বাধিক ৩ লক্ষ টাকার বীমারাশি দেওয়া হয়। 

পলিসি থেকে ঋণ গ্রহণঃ মাত্র দুই বছর প্রিমিয়াম দেওয়ার পর ঋণ (Loan) পাওয়া যাবে।

অটো কভারঃ ৩ বছর প্রিমিয়াম দেওয়া হলে ৬ মাসের জন্য এবং ৫ বছর প্রিমিয়াম দেওয়া থাকলে ২ বছর পর্যন্ত প্রিমিয়াম না দিলেও পূর্ন বীমারাশির রিস্ক কভার চালু থাকবে। 


অর্থাৎ যদি কারও বয়স ৩০ বছর হয় এবং ২০ বছরের জন্য প্রতিদিন ২৯ টাকা করে জমা করেন, তাহলে প্রথম বছরে জমার পরিমাণ ১০,৯৫৯ টাকা জমা হবে। এর মধ্যে ৪.৫ শতাংশ করও থাকবে। পরের বছর সেই গ্রাহককে ১০,৭২৩ টাকা দিতে হবে। এইভাবে কোনও গ্রাহক প্রিমিয়াম প্রতি মাসে, ত্রৈমাসিক, অর্ধবার্ষিক কিংবা বার্ষিক ভিত্তিতে জমা করতে পারবেন। ২০ বছরে গ্রাহককে জমা দিতে হবে ২,১৪, ৬৯৬ টাকা। আর ম্যাচিওরিটির সময় তিনি পেয়ে যাবেন ৩,৯৭, ০০০ টাকা।

একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code