এই বিশেষ দিনে মাংস খাওয়া নিষিদ্ধ করবার দাবী প্রধানমন্ত্রীর কাছে
গান্ধীজয়ন্তীকে জাতীয় মাংসমুক্ত দিন হিসেবে ঘোষণা করুন- প্রধানমন্ত্রী মোদিকে আবেদন জানালো পেটা ইন্ডিয়া ।
পশু অধিকার সংগঠন পেটা ( Peta India) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে একটি চিঠি লিখে ২ অক্টোবর-গান্ধী জয়ন্তী-কে জাতীয় মাংস-মুক্ত দিবস হিসেবে ঘোষণা করার আহ্বান জানিয়েছে।
People for the Ethical Treatment of Animals (Peta) প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে অনুরোধ করেছে যে অহিংসার প্রতি মহাত্মা গান্ধীর উৎসর্গের সম্মানে ২ অক্টোবর (গান্ধী জয়ন্তী) কে "জাতীয় মাংস-মুক্ত দিবস" হিসেবে ঘোষণা করা হোক।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে লেখা চিঠিতে প্রাণী অধিকার সংস্থা উল্লেখ করেছে যে নিরামিষভোজী হওয়া মহাত্মা গান্ধীর কাছে "নৈতিক নীতির বিষয়"।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊