রাজ্য খাদ্য দপ্তরে কর্মী নিয়োগ, আজই আবেদন করুন
West Bengal Department of Food and Supplies-এ একাধিক শূন্যপদে নিয়োগের বিজ্ঞপ্তি জারি হয়েছে। আগ্রহী ও যোগ্য প্রার্থীরা West Bengal Department of Food and Supplies-এর অফিশিয়াল ওয়েবসাইট https://food.wb.gov.in-এ গিয়ে বিস্তারিত জানতে পারবেন। সব মলিয়ে ৩৫টি পদে নিয়োগ করবে রাজ্য সরকার। উপযুক্ত শিক্ষাগত যোগ্যতা থাকলে আগামী ১৭ সেপ্টেম্বরের মধ্যে আবেদন করতে হবে চাকরিপ্রার্থীকে।
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার, ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর, সফটওয়্যার ডেভেলপার, টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল,প্রোজেক্ট ম্যানেজার পদে ১২ মাসের চুক্তির ভিত্তিতে হবে নিয়োগ করবে রাজ্য সরকার। তবে পরবর্তীকালে কাজের সুযোগ ও নিযুক্তের পারফরম্যান্সের ভিত্তিতে কাজের মেয়াদ বাড়াতে পারে কর্তৃপক্ষ।
পদ, শিক্ষাগত যোগ্যতা ও বয়স সীমা
সিনিয়র সফটওয়্যার ডেভেলপার-৩টি পদ
শিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। সঙ্গে এই ফিল্ডে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা- ১৮-৪০ বছর
ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর-১টি পদ
শিক্ষাগত যোগ্যতা- ডেটাবেস অ্যাডমিনিস্ট্রেটর পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। সঙ্গে এই ফিল্ডে ন্যূনতম ৫ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা-১৮-৪০ বছর
সফটওয়্যার ডেভেলপার-২টি পদ
শিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। তবে এক্ষেত্রে আলাদা করে অভিজ্ঞতার কথা বলা হয়নি।
বয়স সীমা-১৮-৪০ বছর
টেকনিক্যাল সাপোর্ট পার্সোনেল-২৮টি পদ
শিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে। সঙ্গে আবেদনকারীর এই ফিল্ডে ৬বছরের অভিজ্ঞতা থাকতে হবে।
বয়স সীমা-১৮-৪০ বছর
প্রোজেক্ট ম্যানেজার-০১টি পদ
শিক্ষাগত যোগ্যতা-এই পদে আবেদনের জন্য চাকরিপ্রার্থীকে MCA অথবা B.E/ B.Tech/ M.Sc in IT/Computer Science-এ ডিগ্রি থাকতে হবে।পাশাপাশি ৮ বছরের অভিজ্ঞতা থাকতে হবে আবেদনকারীর।
বয়স সীমা-১৮-৪৫ বছর
জানুন বিস্তারিত-
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊