ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল VR Chaudhari
মঙ্গলবার রাতে প্রতিরক্ষা মন্ত্রকের পক্ষ থেকে জানানো হল ভারতের পরবর্তী বায়ুসেনা প্রধান হচ্ছেন এয়ার মার্শাল ভিআর চৌধুরি।
এয়ার মার্শাল ভিআর চৌধুরি ভারতীয় বায়ুসেনার ফাইটার স্ট্রিম বিভাগে ১৯৮২ সালের ২৯ ডিসেম্বর থেকে কাজ করছেন।
ব্যক্তিগতভাবে ফাইটার ও প্রশিক্ষক দুই ধরনের বিমান ৩৮০০ ঘণ্টার বেশি চালানোর অভিজ্ঞতা রয়েছে এয়ার মার্শাল ভিআর চৌধুরির।
ন্যাশনাল ডিফেন্স একাডেমী এবং ডিফেন্স সার্ভিসেস স্টাফ কলেজ, ওয়েলিংটনের একজন প্রাক্তন ছাত্র, এয়ার মার্শাল চৌধুরী বর্তমান নিয়োগের আগে ওয়েস্টার্ন এয়ার কমান্ডের এয়ার অফিসার কমান্ডিং-ইন-চিফ (এওসি-ইন-সি) ছিলেন।
উল্লেখযোগ্যভাবে, তিনি এয়ার মার্শাল এইচএস অরোরার স্থলাভিষিক্ত হন, যিনি 39 বছরেরও বেশি চাকরি শেষে বুধবার অবসর গ্রহণ করেন।
কর্তব্যের আন্তরিকতার জন্য তাকে পরম বিশিষ্ট সেবা পদক, অতি বিশিষ্ট সেবা পদক এবং বায়ু সেন পদক দিয়ে দেওয়া হয়েছে।
উল্লেখ্য, আগামী ৩০ সেপ্টেম্বর কার্যমেয়াদ শেষ হয়ে যাচ্ছে বর্তমান বায়ুসেনা প্রধান এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়ার। তারপরেই এই পদে বসবেন এয়ার মার্শাল ভিআর চৌধুরি।
১৯৮০ সালে বায়ুসেনায় যোগ দেওয়া সোর্ড অফ অনার প্রাপক আরকেএস ভাদুরিয়া। বিএস ধানোয়া অবসর নেওয়ার পর ২০১৯ থেকে বায়ুসেনার প্রধান পদে রয়েছেন এয়ার চিফ মার্শাল আরকেএস ভাদুরিয়া।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊