Colourful মদন মিত্র, মিউজিক ভিডিও প্রকাশ করে নাচ-গান-অভিনয়ে তাক লাগালেন মদন
রাজনীতির আঙিনায় কালারফুল মানুষ কামারহাটির বিধায়ক মদন মিত্র। তাঁর 'ও লাভলি' ডায়ালগ বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। রাজনীতির ইনিংসে এমন এক কালারফুল মানুষ। সোশ্যাল মিডিয়ায় মাঝে মাঝেই গান গাইতে দেখা যায় তাঁকে। লাইভে এসে গান থেকে সিনেমা জগতের ডায়ালগে কাঁপিয়ে দেন তিনি। এবার প্রকাশ পেল তাঁর মিউজিক ভিডিও।
আর সেই প্রকাশিত মিউজিক ভিডিও গান, নাচ এমনকি অভিনয় করতে দেখা গেল মদন মিত্রকে। 'ইন্ডিয়া ওয়ানা হ্যাভ হার বেটিয়া' গান ইতিমধ্যে সোশ্যাল মিডিয়ায় ভাইরাল। কালারফুল মদন মিত্রের কালারফুল মিউজিক ভিডিও। মহালয়ার ঠিক পাঁচ দিন আগে ৩০শে সেপ্টেম্বর ভবানীপুরে ভোট। আর ভোটের আগে পুজোর মুখে' পাশে 'দুর্গা'কে নিয়ে হিপহপ গানের মিউজিক ভিডিও শুট করলেন মদন মিত্র। মঙ্গলবার সোশ্যাল মিডিয়ায় প্রকাশিত হল সেই ভিডিয়ো।
হলুদ পাঞ্জাবি, লাল ধুতিতে একদম কালারফুল মদন বললেন, 'ইয়েস, আই অ্যাম কালারফুল বয়/ নট কালারফুল, বেশি কালারফুল নয়'। অভিনব কায়দায় ভবানীপুরের হয়ে প্রচারের সাথে সাথে বুঝিয়ে দিলেন দিল্লী দখল আসল লক্ষ্য। গানে মদনের পাশে দূর্গা বেশে ছিল অভিনেত্রীও।
দেখুন সেই ভিডিও:
India Wanna’ve Her Betiyaa Official Release #Official #MM
Posted by Madan Mitra on Tuesday, September 21, 2021
1 মন্তব্যসমূহ
মদন দা
উত্তরমুছুননাচুন না।।
🌝🌝
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊