মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি ভাব, ক্লান্তি, অনিদ্রার মতো উপসর্গ নেই তো! এই প্রথমবার নতুন রোগ হাভানা সিনড্রমের হানা ভারতে
অদ্ভুত সব শব্দ কানে বাজবে, তারপর তীব্র মাথা যন্ত্রণা- এরপর আস্তে আস্তে তৈরি হবে ক্লান্তি ভাব, মাথা ঘোরা, ঘুমের সমস্যা এবং একদম শেষে শ্রবণশক্তি শেষ হয়ে যাবে। হাভানা সিনড্রোমের (Havana Syndrome) এসবই হচ্ছে উপসর্গ।
জানাগিয়েছে এতদিন এই রোগ ভারতে ছিল না। তবে চলতি মাসে ধরা পড়েছে হাভানা সিনড্রোমে আক্রান্ত হওয়ার ঘটনা। সূত্রের খবর- আমেরিকা গোয়েন্দা বিভাগ সিআইএ-র এক কর্কমর্তা ভারতে এসেছিলেন। তার শরীরে হাভানা সিনড্রোমের (Havana Syndrome) প্রায় সব উপসর্গই দেখা গিয়েছে। নয়াদিল্লিতে তার চিকিৎসাও হয়েছে। মনে করা হচ্ছে, তার মাধ্যমেই ভারতে ঢুকলো এই রোগ।
আরও জানা গিয়েছে আমেরিকার ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস সম্প্রতিই এই রোগের কারণে তার ভিয়েতনাম সফর বাতিল করতে বাধ্য হয়েছেন। কমলা ভিয়েতনামে যাওয়ার দিন কয়েক আগে থেকেই সেখানে থাকা আমেরিকার কর্মীরা একের পর এক এই রোগে আক্রান্ত হতে শুরু করেন। সেটা গত মাসের ঘটনা। তবে হাভানা সিনড্রোম (Havana Syndrome) প্রথম দেখা দিয়েছিল পাঁচ বছর আগে।
স্নায়ুজনিত এই রোগ কিউবার রাজধানী হাভানায় প্রথম দেখা যায় ২০১৬ সালের শেষদিকে। রাশিয়া, চিন, অস্ট্রিয়া এবং আরও বেশ কয়েকটি দেশে আমেরিকার চর এবং কূটনৈতিক কর্তারা এই রোগে আক্রান্ত হতে শুরু করেন। হাভানায় সংখ্যাটা ছিল সবচেয়ে বেশি।
আক্রান্ত ব্যক্তিরা জানিয়েছিলেন, তারা অদ্ভুত সব শব্দ শুনতে পাচ্ছেন। তার সাথে মাথা যন্ত্রণা, মাথা ঘোরা, বমি ভাব, ক্লান্তি, অনিদ্রার মতো উপসর্গও ছিল প্রত্যেকেরই। শেষে সবারই শ্রবণশক্তি ক্ষতিগ্রস্ত হয়। যদিও এই রোগের কারণ কী, তা অবশ্য এখনও স্পষ্ট নয়।
0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊