Latest News

6/recent/ticker-posts

Ad Code

কাঁচিতে ধার নেই, দোকান উদ্বোধনে মন্ত্রী দাঁত দিয়েই কাটলেন ফিতা viral video

কাঁচিতে ধার নেই, দোকান উদ্বোধনে মন্ত্রী দাঁত দিয়েই কাটলেন ফিতা 

Fayaz ul Hassan Chohan




কাঁচিতে ধার নেই- কাটছিলোনা ফিতা, তাই দাঁত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করার একটি ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে, এতে আলোচনার শীর্ষে এখন পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের মন্ত্রী ফায়াজ আল হাসান। 

মন্ত্রী ফায়াজ আল হাসান নিজের ট্যুইটারে ‘নির্বাচনী এলাকায় দোকান খোলার অনন্য উপায়’ লিখে ভিডিওটি শেয়ারও করেছেন ।

ওই ভিডিওতে পাকিস্তানের পাঞ্জাব প্রদেশের কারামন্ত্রী ফায়াজ আল হাসানকে দাঁত দিয়ে উদ্বোধনী ফিতা কাঁটতে দেখা যায়। মন্ত্রী ফায়াজ আল হাসান মূলত একটি শো রুমের উদ্বোধনে গিয়েছিলেন বলে জানা গেছে। সেখানে কাঁচি কাজ না করায় দাঁত দিয়ে ফিতা কেটে উদ্বোধন করেন তিনি। তার এমন উপস্থিত বুদ্ধিতে হেসে ফেলেন উদ্বোধনী অনুষ্ঠানে আসা সকলেই।


একটি মন্তব্য পোস্ট করুন

0 মন্তব্যসমূহ

Ad Code