'মাকে ছেড়ে কী করে থাকব'-সিদ্ধার্থ শুক্লা-সবাইকে কাঁদিয়ে একাই বিদায় নিলেন
শবরী চক্রবর্তী, সংবাদ একলব্যঃ
মাত্র ৪০ বছর বয়সে চলে গেলেন ‘বালিকা বধূ’ এবং ‘বিগ বস শো’-এর বিজয়ী অভিনেতা সিদ্ধার্থ শুক্লা। বৃহস্পতিবার সকাল দশটায় তিনি মুম্বাইয়ের কুপার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। প্রাথমিকভাবে ডাক্তাররা জানিয়েছিলেন হৃদরোগে আক্রান্ত হয়ে তাঁর মৃত্যু হয়ে্ছে। তবু আরও নিশ্চিত হতে তাঁরা সিদ্ধার্থর পোস্টমর্টেম করার সিদ্ধান্ত নেন। হাসপাতালের এক প্রবীণ ডাক্তার জানিয়েছেন হাসপাতালে আসার আগেই তাঁর মৃত্যু হয়। ফলে পোস্টমর্টেম করতেই হত। তিনজন ডাক্তারের একটি টিম এই পোস্টমর্টেম করে। পুরো প্রক্রিয়াটিরই ভিডিয়ো রেকর্ডিং করা হয়েছে। জানা গেছে, অটপ্সি রিপোর্টে কোনও জটিলতা নেই। তাঁর শরীরে কোনও বাহ্যিক বা অভ্যন্তরীন আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। এরপর একটি ভিসেরা পরীক্ষা হবে, তারপর আরও স্পষ্ট হবে তাঁর মৃত্যুর প্রকৃত কারণ।
গত বৃহস্পতিবার, সিদ্ধার্থর মৃত্যুর খবর ছড়িয়ে পড়ার পর তাঁর বন্ধু-প্রিয়জনেরা কষ্ট যেমন পেয়েছেন, তাঁর প্রিয়জন, বন্ধুরা বা অনেক মিডিয়াও মৃত্যুর কারণ হিসেবে অন্য ঘটনার কথা বলা আরম্ভ করে। অনেকরকম ভিডিয়ো ভাইরালও হয়েছে। যেমন একটিতে দেখা গেছে, সিদ্ধার্থর গাড়ির কাচ ভাঙা! এর কারণ নিয়ে জল্পনা শুরু এবং তারপর সিদ্ধার্থর মৃত্যু স্বাভাবিক নয় বলে দাবি করা হতে থাকে। এখন এই পোস্টমর্টেম রিপোর্ট এই চিত্রনাট্য তৈরিতে জল ঢেলে দিল! তাঁর ভিসেরার নমুনা রাসায়নিক পরীক্ষার জন্য পাঠানো হয়েছে। একটি হিস্টোপ্যাথলজি টেস্ট হলে জানা যাবে তাঁর মৃত্যুর আসল কারণ।
শুক্রবার মুম্বাইয়ের ওশিওয়ারা শ্মশানে সিদ্ধার্থর অন্তিম সংস্কার হয়। তাঁকে শেষ শ্রদ্ধা জানাতে সেখানে উপস্থিত ছিলেন অনেক অভিনেতা-অভিনেত্রী। তাঁদের মধ্যে শেহনাজ গিল বিশেষভাবে সকলের আকর্ষণের কেন্দ্রে ছিলেন। মৃত্যুর আগে পর্যন্ত এই অভিনেত্রীর সঙ্গে সিদ্ধার্থর ঘনিষ্ঠ সম্পর্ক ছিল। টিভি জগতে ওঁরা আলোচনার বিষয় ছিলেন। ওঁরা সিড-নাজ বলে চিহ্নিত হচ্ছিলেন। শেনা যাচ্ছে, এই বছর ডিসেম্বরে ওঁরা বিয়ের পরিকল্পনা করেছিলেন, ওঁদের নাকি বাগদানও হয়ে গিয়েছিল, সিদ্ধার্থের মৃত্যুতে সব শেষ হয়ে গেল। সিদ্ধার্থর চলে যাওয়াতে সবথেকে বেশি ভেঙে পড়েছেন তাঁর মা রীতা শুক্লা ও শেহনাজ। অ্যাম্বুলেন্সে সিদ্ধার্থর মৃতদেহ শ্মশানে আনার পর থেকেই শেহনাজকে তাঁর বন্ধুরা সামলাতে পারছিলেন না। সিদ্ধার্থকে দেখে কাঁদতে থাকেন তিনি, এক সময় অজ্ঞান হয়ে যান। এরকম দুবার হয়।সিদ্ধার্থ মুম্বাইয়ে তাঁর মা রীতার সঙ্গে থাকতেন। কলেজে পড়ার সময়েই তাঁর বাবা মারা যান। মা-ই তাঁর সব ছিলেন। এমনকী বিগ বস-এ সুযোগ পাবার পর সিদ্ধার্থ বলেছিলেন, ‘মাকে ছেড়ে কী করে থাকব।’ সেই মা একেবারে একা হয়ে গেলেন। রাখি সাওয়ান্ত বলেছেন ‘ওঁকে দেখে মনে হচ্ছে, ওর শরীরের আত্মাই চলে গেছে’। শ্মশানে ভোজপুরি অভিনেত্রী সম্ভাবনা শেঠ, রাহুল বৈদ্য, আসীম রিয়াজ, গুরমিত চৌধুরী, রেশমি দেশাই উপস্থিত ছিলেন। বলিউডের অজয় দেবগন, সলমন খান, বরুণ ধাওয়ান, আলিয়া ভাট, মাধুরী দীক্ষিত, রাখি সাওয়ান্ত, ভোজপুরি অভিনেতা মনোজ তিওয়রি প্রমুখ তাঁর মৃত্যুতে শোক প্রকাশ করেছেন।
অন্যদিকে শ্মশানে মিডিয়ার ভূমিকা নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন অনেকেই। সম্ভাবনা শেঠ দাবী করেছেন, ‘শেহনাজের অবস্থা খুব খারাপ। অজ্ঞান হয়ে যাচ্ছে বারবার, সেখানেও মিডিয়া তাঁকে বাইট দেবার জন্য জোর করছে, রীতিমতো ধাক্কাধাক্কি করছে। অন্তত এই সময়ে কী একটু ভদ্রলোকের মতো ব্যবহার করা যায় ন।?’ একই অভিযোগ করেছেন অভিনেতা কুশল ট্যান্ডন। অনেক সেলেব্রিটি ওখানে ছবি তোলার জন্য মুখের মাস্ক পর্যন্ত খুলে ফেলেছিল। এর ওপর ফোটোগ্রাফারদের টানা-হ্যাঁচড়া তো ছিলই। কুশল নিজের ক্ষোভ উগরে দেন নিজের সোশ্যাল হ্যান্ডেলে এর বিরুদ্ধে প্রতিবাদ করে। এখানেই শেষ নয়, এর পরে সোশ্যাল প্ল্যাটফর্ম থেকেই সরিয় নিয়েছেন নিজেকে। যান। এমন অভিযোগ আরও অনেকেই করেছেন।
সিদ্ধার্থ শুক্লা ১৯৮০-র ১২ ডিসেম্বর মুম্বাইয়ে জন্মেছিলেন। পড়াশোনা সেন্ট জেভিয়ার্স স্কুলে। ইন্টিরিয়র ডিজাইন নিয়ে গ্র্যাজুয়েশন করে কিছুদিন চাকরি করেছিলেন। এরপর তাঁর মডেলিং কেরিয়ারের শুরু। মেগা মডেল প্রতিযোগিতাতে তিনি রানার আপ হন। টার্কিতে ২০০৫-এ বিশ্বের সেরা মডেল প্রতিযোগিতায় ৪০ জন এশিয়া, লাতিন আমেরিকা ও ইউরোপের প্রতিযোগীদের মধ্যে থেকে প্রথম এশিয়ান হিসেবে তিনি বিজয়ী হন।
২০০৮-এ ‘বাবুল কী অঙ্গন ছুটে না’ ধারাবাহিক দিয়ে অভিনয় জীবন শুরু করলেও জনপ্রিয়তা পান ২০০১২-তে ‘বালিকা বধূ’ থেকে। ২০১৩-তে তিনি ‘বিগ বস ১৩’-র বিজেতা হয়েছিলেন। টানা ২০ সপ্তাহ ধরে তিনি সবথেকে জনপ্রিয় প্রতিযোগী হিসেবে এক নম্বর জায়গাটি ধরে রেখেছিলেন। ‘ঝলক দিখলা যা সিজন ৬’ এবং ‘খতরোঁ কে খিলাড়ি সিজন ৭’ এ তিনি অংশ নেন। ২০১৪-তে ‘হাম্টি শর্মা কি দুলহনিয়াঁ’ ছবিতে সাপোর্টিং রোলে অভিনয় করে প্রথম বলিউড ডেবিউ করেন সিদ্ধার্থ।। পেয়েছিলেন স্টার ডাস্ট এর ব্রেকথ্রু সাপোর্টিং পারফরম্যান্স মেল-এর পুরস্কার। ওটিটি প্ল্যাটফর্মেও এসেছিলেন ব্রোকেন বাট বিউটিফুল ৩-এর মাধ্যমে। তাঁকে বাজাজ অ্যাভেঞ্জার, আইসিআই, ডিগজ্যাম লিমিটেডের বিজ্ঞাপনে দেখা গিয়েছে।

0 মন্তব্যসমূহ
Thank you so much for your kindness and support. Your generosity means the world to me. 😊