দিনহাটা সায়েন্স সেন্টারের উদ্যোগে প্রদর্শনী ও আলোচনা সভা- তৈরি হলো নতুন কমিটি 

দিনহাটা সায়েন্স সেন্টার




ব্রেকথ্রু সায়েন্স সোসাইটি অনুমোদিত দিনহাটা সায়েন্স সেন্টারের উদ্যোগে ২৪ সেপ্টেম্বর মডেল প্রদর্শনী ও আলোচনা সভা অনুষ্ঠিত হল দিনহাটা উচ্চ বিদ্যালয়ে। অনুষ্ঠানের সূচনা করেন দিনহাটা কলেজের অধ্যক্ষ ড: আব্দুল আওয়াল ।


অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে 'বিজ্ঞান ও প্রযুক্তির ক্ষেত্রে সাম্প্রতিক অগ্রগতি'র ওপর আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন কোচবিহার পঞ্চাননবর্মা বিশ্ববিদ্যালয়ের রসায়ন বিভাগের অধ্যাপক গৌতম বিশ্বাস এবং ব্রেকথ্রু সায়েন্স সোসাইটির পক্ষ থেকে বক্তব্য রাখেন ধূপগুড়ি সুকান্ত মহাবিদ্যালযয়ের গণিত বিভাগের অধ্যাপক সৌগত কার্যী ।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আচার্য্য ব্রজেন্দ্র নাথ শীল কলেজের পদার্থবিজ্ঞানের অধ্যাপক চয়ন সাহা।এছাড়াও মডেল প্রদর্শনীর বিচারক হিসেবে ছিলেন অধ্যাপক রাজা ঘোষ এবং চয়ন সাহা ।


এদিনের অনুষ্ঠান মঞ্চ থেকে ডঃ রাজা ঘোষকে সভাপতি এবং মৃগাঙ্ক সরকারকে সম্পাদক করে দিনহাটা সায়েন্স সেন্টারের একটি কার্যকরী কমিটি গঠন করা হয়।